হাজী দানেশের মুদ্রামান পুনর্মূল্যায়নে আহ্বান
কুমিল্লা: জাতীয় গণমুক্তি ইউনিয়নের সভাপতি হাজী দানেশ ভারতীয় মুদ্রার তুলনায় বাংলাদেশের মুদ্রা পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন। বয়ােবৃদ্ধ কৃষক নেতা স্থানীয় টাউন হল ময়দানের এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। উক্ত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল হােসেন খান, যুগ্ম সম্পাদক অ্যাডভােকেট জনাব মাহবুবউল্লা, সহ-সভাপতি অ্যাডভােকেট আবদুল ওদুদ খন্দকার। হাজী দানেশ বলেন, সীমান্ত এলাকায় ব্যাপক চোরাচালানীর ফলে বর্তমানে বাংলাদেশের মুদ্রার যে অবস্থা হয়েছে, দেশের জাতীয় অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে তা ক্ষতিকর।৪৮
রেফারেন্স: ১৩ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত