সমাজতন্ত্র কায়েমে মৌলিক অধিকার প্রয়ােজনে বাতিল করা হবে
বন্যা নিয়ন্ত্রণ পানিসম্পদ এবং বিদ্যুৎ দফতরের মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত বলেছেন, দেশে সমাজতন্ত্র কায়েমের সকল বাধাই ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে। তিনি আরও বলেন, প্রয়ােজন হলে সমজতন্ত্র কায়েমের জন্য সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকারে বিধান বাতিল করতে সরকার মােটেই দ্বিধাবােধ করবেন না। জনাব আবদুর রব সেরনিয়াবাত ওয়াপদা মিলনায়তনে তার সম্মানে প্রদত্ত সংবর্ধনা সভায় ভাষণ দিচ্ছিলেন। বাংলাদেশ পানি ও বিদ্যুৎ উন্নয়ন বাের্ড অফিসার সমিতি উপরােক্ত সংবর্ধনা সভার আয়ােজন করে। জনাব রব সেরনিয়াবাত বলেন, দেশের সামাজিক অবস্থার উপর নাগরিকের মৌলিক অধিকারসমূহ অনেকাংশে নির্ভরশীল। তিনি বলেন যেহেতু জাতি সমাজতন্ত্র কায়েমের পথে এগিয়ে যাচ্ছে সুতরাং কাউকে মৌলিক অধিকারের নামে সমাজতন্ত্র কায়েমের প্রচেষ্টা ব্যর্থ করার অনুমতি দেয়া হবে না। তিনি জাতির দ্রুত উন্নতির জন্য সরকারি কর্মচারীদের নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার আহ্বান জনান।৪১
রেফারেন্স: ১২ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত