You dont have javascript enabled! Please enable it! 1974.04.10 | কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য-বুদ্ধি অধিক শক্তিসম্পন্ন পরামর্শ দিন- কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য-বুদ্ধি অধিক শক্তিসম্পন্ন পরামর্শ দিন

মঙ্গলবার ঢাকা এনার খবরে প্রকাশ, কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে কৃষকদের মধ্যে বিভিন্ন প্রয়ােজনীয় দ্রব্যের সুষ্ঠু বণ্টন ও সরবরাহ নিশ্চিত করার অধিক বুদ্ধি শক্তি সম্পন্ন পরামর্শ নিয়ে এগিয়ে আসার জন্য কৃষি পদস্থ কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কৃষি পদস্থ কর্মচারী কৃষকদের সমস্যা সম্পর্কে অবগত আছেন। এবং সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে দেশকে কৃষি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তােলার জন্য বাস্তব কর্মসূচি প্রণয়নে তাদের অভিজ্ঞতা সরকারকে বিশেষভাবে সাহায্য করবে। মন্ত্রী সচিবালয়ে ডাইরেক্টরেট অব এগ্রিকালচারের জেলা ও বিভাগীয় পদস্থ কর্মচারীদের উদ্দেশ্যে বক্তৃতা করছিলেন। জনাব সামাদ বলেন যে, বর্তমানে সমস্ত জাতির মূল লক্ষ্য হচ্ছে কৃষি এবং আমাদের জাতীয় উদ্দেশ্য বাস্তবায়নে তা বিশেষ সহায়ক হবে। তিনি নিজেদেরকে জাতীয় সচেতনতার সমতুল্য প্রমাণিত করে বিশ্বাস ও নিষ্ঠার সাথে কাজ করার জন্য কর্মচারীদের প্রতি আহ্বান জানান। কৃষিমন্ত্রী সকল পর্যায়ের সরকারি কর্মচারীদের মধ্যে সহযােগিতা ও নিয়মানুবর্তিতা বজায় রাখার জন্য আহ্বান জানান। জাতীয় অর্থনীতিতে পাটের গুরুত্ব ব্যাখ্যা করে জনাব সামাদ দেশে পাটের উৎপাদন বৃদ্ধি করার উদ্দেশ্যে জোর চেষ্টা চালানাের জন্য কৃষি পদস্থ কর্মচারীদের পরামর্শ দেন। এর পূর্বে মন্ত্রী দেশের চাল উৎপাদন বৃদ্ধি করার ব্যাপারে পদস্থ কৃষি কর্মচারীদের সাথে আলাপ-আলােচনা করেন।৩৪

রেফারেন্স: ১০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত