মস্কোর প্রতি বঙ্গবন্ধুর কৃতজ্ঞতা
নয়াদিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সােভিয়েত ইউনিয়নে অবস্থানকালে তার প্রতি যে আন্তরিক আতিথেয়তা প্রদর্শন করা হয়েছে, তজ্জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সােভিয়েত ইউনিয়নে অবস্থানকালে অভিজ্ঞতা বর্ণনা কালে বলেন, “আমি মস্কোতে থাকাকালে স্বগৃহে রয়েছি বলে মনে করেছি। বঙ্গবন্ধু সম্পূর্ণ আরােগ্য লাভের পর আজ সকালে মস্কো থেকে দিল্লি পৌছে তার প্রতিনিধির সাথে কথা বলেন। বঙ্গবন্ধুকে ডাক্তারী ও বিশেষ চিকিৎসার জন্য একটি বিশেষ বিমানযােগে গত ১৯ মার্চ ঢাকা থেকে মস্কোতে নিয়ে যাওয়া হয়। মস্কোর একটি ক্লিনিক শীর্ষস্থানীয় সােভিয়েত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি মেডিকেল বাের্ড তাকে ডাক্তারী পরীক্ষা করে চিকিৎসা করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী মস্কোতে কমিউনিস্ট পার্টির প্রধান লিউনিদ ব্রেজনেভের সাথে তার আলােচনার ফলাফল সম্পর্কে বলেন, এটা অত্যন্ত উত্তম ও আশাতীত ফলপ্রসূ রয়েছে। ইতােমধ্যে সােভিয়েত পত্রপত্রিকা মি. ব্রেজনেভের সাথে অনুষ্ঠিত আলাপ আলােচনার খবর প্রকাশ করে বলা হয় যে, উভয় নেতার বন্ধুত্বপূর্ণ ও আন্তরিকতা পূর্ণ পরিবেশে দু’দেশের সম্পর্ক আরও উন্নত ও ঘনিষ্ঠ করার উপায় সম্পর্কে মতাে বিনিময় করেন। তারা আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন এবং সকল বিষয়ে একমত প্রকাশ করেন।৩৫
রেফারেন্স: ১০ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত