মস্কোয় বঙ্গবন্ধু-কোসিগিন বৈঠক অনুষ্ঠিত
মস্কো: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সােভিয়েত প্রধানমন্ত্রী মি. এ্যালেক্সি কোসিগিন দু’দেশের মধ্যকার মৈত্রী ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন ও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে আলােচনা করেন। বঙ্গবন্ধু আজ তার ক্লিনিক থেকে ক্রেমলিনে গিয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মি. কোসিগিনের সাথে আলােচনা করেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, বঙ্গবন্ধু বর্তমানে মস্কোতে দ্রুত সেরে উঠছেন। দুই নেতা বিভিন্ন আন্তর্জাতিক প্রশ্ন বিশেষ করে দক্ষিণ এশিয়ায় বাস্তব শান্তি স্থাপনের প্রচেষ্টা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন নিয়েও আলােচনা করেন। বঙ্গবন্ধু উপমহাদেশের উত্তেজনা প্রশমন ও তিনটি দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণে তার সরকারের বিভিন্ন প্রচেষ্টা সম্পর্কে মি. কোসিগিনকে অবহিত করেন। তারা বর্তমানে এই এলাকায়। পরিস্থিতি স্বাভাবিকীকরণের পথে বিভিন্ন বাধা বিপত্তি সম্পর্কে মতাে বিনিময় করেন। বঙ্গবন্ধু মুক্তি সংগ্রাম থেকে এ পর্যন্ত বাঙালি জাতির প্রতি বাস্তব সাহায্য ও সহযােগিতা দানের জন্য সােভিয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ সূত্রে পরে বলা হয় যে, ক্রেমলিনে বাংলাদেশ ও সােভিয়েত নেতাদের মধ্যে এই আলােচনা বৈঠক অত্যন্ত হৃদ্যতা ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আগামী মঙ্গলবার বিকালে স্বদেশের পথে এখান থেকে নয়া দিল্লি যাত্রা করবেন। তিনি নয়া দিল্লিতে মিসেস ইন্দিরা গন্ধীর সাথেও আলােচনা করবেন। বঙ্গবন্ধু আগামী বৃহস্পতিবার ঢাকা পৌছাবেন। এখানে উল্লেখ করা যেতে পারে বঙ্গবন্ধু চিকিৎসার জন্য গত ১৯ মার্চ মস্কো গমন করেন।২৭
রেফারেন্স: ৮ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত