You dont have javascript enabled! Please enable it! 1974.04.07 | বঙ্গবন্ধু রুশ নেতাদের সাথে আলােচনা করবেন | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু রুশ নেতাদের সাথে আলােচনা করবেন

মস্কো: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামী ৯ এপ্রিল স্বদেশের উদ্দেশ্যে মস্কো ত্যাগের পূর্বে সােভিয়েত নেতৃবৃন্দের সাথে ঘরােয়া ভাবে আলাপ-আলােচনা করতে পারেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। ওয়াকিফহাল মহল থেকে বলা হয়েছিল যে, বঙ্গবন্ধু মস্কো ত্যাগের পূর্বে বাংলাদেশ উপমহাদেশে উত্তেজনা হ্রাসে এবং এতদঞ্চলের দেশগুলাের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্যে যে উদ্যোগ নিয়েছে, সে সম্পর্কে সােভিয়েত নেতৃবৃন্দকে অবহিত করবেন। বঙ্গবন্ধু বাংলাদেশ সােভিয়েত সম্পর্কে সার্বিক দিক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়। নিয়ে রুশ নেতাদের সাথে আলােচনা করবেন বলে আশা করা যাচ্ছে। সােভিয়েত ইউনিয়ন। বাংলাদেশকে নৈতিক ও বস্তুনিষ্ঠ যে সাহায্য দিয়েছে, সেজন্য তিনি রুশ নেতৃবৃন্দের ধন্যবাদও জ্ঞাপন করেন। উল্লেখযােগ্য যে, বাংলাদেশ ও সােভিয়েত ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে। চলতি সালে মস্কোতে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী উভয় দেশের মধ্যে ৩৩ কোটি টাকার পণ্য বিনিময় হবে। ১৯৭২ সালে ২০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। সােভিয়েত ইউনিয়নের ডেপুটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন অর্থনৈতিক প্রতিনিধিদল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনায় সােভিয়েত সাহায্যের প্রকৃত পরিমাণ নির্ণয় করবেন বলে জানা গেছে।২০

রেফারেন্স: ৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত