You dont have javascript enabled! Please enable it! 1974.04.07 | যে কোনাে মূল্যে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হবে: কামারুজ্জামান | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

যে কোনাে মূল্যে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হবে: কামারুজ্জামান

কাঁচপুর, ঢাকা: কেবল দেশে অনুমােদিত কর্তৃপক্ষই অস্ত্রশস্ত্র ধারণ করতে পারবে। এছাড়া। জাতীয় জীবনে স্বাভাবিক অবস্থা নিশ্চিত করা যে কোন ত্যাগের বিনিময়ে অবশ্যই বাকী অস্ত্রশস্ত্র। উদ্ধার করতে হবে। আওয়ামী লীগের সভাপতি জনাব এ, এইচ, এম কামারুজ্জামান অপরাহ্নে স্থানীয় শরমিন জুট মিল প্রাঙ্গণে এক বিশাল জনসভায় ভাষণদানকালে দ্ব্যর্থ কণ্ঠে এ ঘােষণা করেন।
জনাব কামারুজ্জামান কর্তৃক স্থানীয় মুজিব খামার পরিদর্শন উপলক্ষে এই সভার আয়ােজন করা হয়। এখানে উল্লেখযােগ্য যে, বাংলাদেশ এবং আওয়ামী যুবলীগের স্থানীয় শাখা কর্তৃক এই খামার প্রতিষ্ঠিত হয়েছে। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ, কৃষি প্রতিমন্ত্রী শ্রী ক্ষীতিশ চন্দ্র মণ্ডল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রধান জনাব শেখ ফজলুল হক মণি এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব মােস্তফা সারােয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সম্প্রতি ৭ জন বিশ্ববিদ্যালয় ছাত্রের নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে জনাব কামারুজ্জামান বলেন যে, সরকারকে অবশ্যই হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। এবং হত্যাকারীদের শাস্তি দিতে হবে। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন যে, এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবৈধ অস্ত্র-শস্ত্র এবং গােলাবারুদ বহনকারী দুষ্কৃতিকারীদের ধরার ব্যাপারে সাহায্য করার জন্য জনাব কামারুজ্জামান জনগণের প্রতি আহ্বান জানান। তিনি এই মর্মে উল্লেখ করেন যে, জনগণকে অবশ্যই দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে হবে। দেশে বিরাজমান খাদ্যের পরিস্থিতির উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন যে, সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যকে সামনে রেখে আরও অধিক উৎপাদনের উদ্দেশ্যে জনগণকে ক্ষেতে-খামারে, কলকারখানাগুলােতে কঠোর পরিশ্রম করতে হবে। দরিদ্রতা দূর করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্দেশ্যে প্রতিটি গ্রামে যৌথ কৃষি খামার চালু করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।২১

রেফারেন্স: ৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত