জাসদের গণ-জমায়েত
ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের গণজমায়েতে জাসদ নেতৃবৃন্দসহ আটক সকল রাজনৈতিক নেতার মুক্তির দাবী জানানাে হয়েছে। রবিবার বায়তুল মােকাররম প্রাঙ্গণে এই জমায়েত অনুষ্ঠিত হয়। জনাব নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জমায়েতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনাব আবদুস সাত্তার, এমপি ও জনাব ময়নুদ্দিন আহমেদ। বক্তাগণ সরকারের অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অনুসৃত নীতির কঠোর সমালােচনা করে বলেন যে, সাধারণ মানুষের দুঃখদুর্দশার জন্য সরকারের ভ্রান্ত নীতিই দায়ী। বক্তাগণ ১৭ মার্চে গুলিবর্ষণ ও তাদের দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের গ্রেফতার করার জন্য দুঃখ প্রকাশ করেন। তারা ধান-চালসহ নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্রের মূল্য হ্রাসের উদ্দেশ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।২২
রেফারেন্স: ৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত