সমাজবিরােধী দমনে জনগণের সহযােগিতা চাই
বরিশাল: বাংলাদেশ সরকারের যােগাযোেগ দফতরের প্রতিমন্ত্রী জনাব নুরুল ইসলাম মঞ্জুর বলেন, উৎপাদন বৃদ্ধি করাই সমাজতন্ত্রের প্রধান উদ্দেশ্য। শান্তি-শৃঙ্খলার অবনতির সুযােগ নিয়ে যারা উৎপাদন ব্যাহত করার অপ্রচেষ্টা চালাচ্ছে তাদেরকে প্রতিহত করা হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এবং কৃষি ও শিল্প ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করে অর্থনৈতিক ও সামাজিক উন্নতি সাধন করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। প্রতিমন্ত্রী উজিরপুর স্কুলের মাঠে আয়ােজিত এক বিরাট জনসভায় ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সরকার অর্থনৈতিক সমস্যা মােকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন। প্রতিমন্ত্রী সমাজবিরােধীদের তৎপরতা বন্ধে জনগণকে সরকারের সাথে সহযােগিতর আহ্বান জানান। তিনি বলেন, যারা কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করে মানুষের সমস্যাকে তীব্রতর করছে। তারা দেশের শত্রু। তিনি বলেন, আওয়ামী লীগের নাম করে যারা দুর্নীতি করে যাচ্ছে যাদের বেপরােয়া দুর্গতির ফলে জনজীবন অতিষ্ঠ হয়েছে তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে। দুর্নীতিবাজ আর সুবিধাবাদী রাজনীতি টাউটদের স্থান আওয়ামী লীগে নাই। উজিরপুর থানা। আওয়ামী লীগের জনাব খায়রুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে ভাষণ দান করেন মি. হরনাথ। যােগাযােগ প্রতিমন্ত্রী জনাব নুরুল ইসলাম ইতােপূর্বে জুলাবাড়ি, থামুড়া, হারতা প্রভৃতি স্থানে কয়েকটি জনসভায় ভাষণদান করেন। তিনি হারতা বন্দরে রেডক্রসের অফিস উদ্বোধন করেন। তিনি উজিরপুর থানার শােলক ইউনিয়নে হাঁসের খামার, রেডক্রসের দাতব্য চিকিৎসালয়, শিকারপুরে বঙ্গবন্ধু হাসপাতাল পরিদর্শন করেন।২৩
রেফারেন্স: ৭ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত