নিয়মিতভাবে সরকারি কর পরিশােধ করুন: তাজউদ্দীন আহমদ
নাসিরনগর: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ কৃষি উৎপাদন বৃদ্ধি করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য নিষ্ঠার সাথে কাজ করতে আজ কৃষক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। উৎপাদন বৃদ্ধি না করলে বহু কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যের পরিবর্তে বিদেশ থেকে খাদ্য সংগ্রহ করতে হচ্ছে বলেও জনাব তাজউদ্দীন উল্লেখ করেন। অর্থমন্ত্রী কৃষি ব্যাংকের একটি শাখা উদ্বোধন করার জন্য হেলিকপ্টারযােগে আজ ঢাকা থেকে এখানে এসে পৌঁছেছেন। এখানে পৌছানাের পর অর্থমন্ত্রী স্থানীয় থানা কাউন্সিল মাঠে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য জনাব আবদুল হক বক্তৃতা করেন। ভাষণ দিতে গিয়ে জনাব তাজউদ্দীন বিভিন্ন কর নিয়মিতভাবে সরকারকে প্রদান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এই সম্পর্কে তিনি আরও বলেন, যদি কৃষকরা সময়মত কর প্রদান না করে তাহলে সরকারকে অর্থনৈতিক সমস্যার মােকাবেলা করতে হবে। এই পূর্বে নাসির নগরে কৃষি ব্যাংকের ন্টশাখা অফিস উদ্বোধন করতে গিয়ে জনাব তাজউদ্দীন আহমদ নিষ্ঠার সাথে কাজ করতে ব্যাংক। কর্মচারীদের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের সেবা করার কাজে তাদের সহানুভূতিশীল ও সৎ হতে হবে। ব্যাংক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ডাইরেক্টর জনাব হেদায়েত আহমদ।১৬
রেফারেন্স: ৫ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত