মহানবীর শিক্ষা অনুসরণ করুন: সৈয়দ নজরুল ইসলাম
ঢাকা: অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম মহানবী হজরত মােহাম্মদের গুণাবলী প্রত্যেককে ব্যক্তিগত জীবনে অনুসরণ ও প্রতিফলন ঘটানাের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। অস্থায়ী প্রধানমন্ত্রী শুক্রবার বিকালে বায়তুল মােকাররম মসজিদে নবী দিবস উপলক্ষে সিরাত মজলিশ আয়ােজিত তিনদিন ব্যাপী আলােচনা সভায় উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। আলােচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজলিশের সভাপতি আবদুর রশীদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জনাব টেংকু মায়মুন।
জনাব নজরুল তার ভাষণে বলেন, মহানবী (স.) পরধর্মের সহিষ্ণুতা ও উদারতার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। এই প্রসঙ্গে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় বলে তিনি উল্লেখ করেন। আলােচনায় মিসরের রাষ্ট্রদূত জনাব ওয়াফা হেজাজী বলেন, মহানবী (স.) আমাদের শিক্ষা দিয়ে গেছেন ধৈর্যের, ভ্রাতৃত্বের এবং মানবতার। ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জনাব টেংকু মায়মুন বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকল মুসলমান যে এক তাই মহানবী (স.) আমাদের শিখিয়েছিলেন। সভাপতির ভাষণে মওলানা তর্কবাগিশ বলেন, মহানবী (স.) শান্তি, ভালােবাসা, ধৈর্য এবং একতার বাণী দিয়ে গেছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মহানবী হযরত মােহাম্মদ (স.)এর জীবনের বিভিন্ন দিকের আলােচনা অনুষ্ঠিত হয়।১৭
রেফারেন্স: ৫ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত