বাংলাদেশ জনসংখ্যা রােধে সক্ষম হবে
ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জনাব আবদুল মান্নান বলেছেন, সমস্যা অসংখ্য থাকা সত্ত্বেও বাংলাদেশ জনসংখ্যা রােধে উল্লেখযােগ্য ভূমিকা পালনে সক্ষম হবে। জনাব মান্নান আড়াই সপ্তাহ ধরে দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫ টি দেশ সফরের পর শুক্রবার ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলােচনা করছিলেন। জনাব মান্নান বলেন, দক্ষিণ এশিয়ার উপরােক্ত দেশসমূহ পরিবার পরিকল্পনার প্রশ্নে উল্লেখযােগ্য উন্নতি করতে না পারলেও কতগুলাে ব্যাপারে তারা এগিয়ে গেছেন। তাদের সে অভিজ্ঞতা বাংলাদেশের ক্ষেত্রে প্রয়ােগ করা হবে বলে তিনি মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে মন্ত্রী মহােদয় বলেন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালেয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের আবহাওয়া খাদ্য সমস্যা এবং চরিত্রগত মিল রয়েছে বলে সমস্যার ধারণাও প্রায় এক। স্বাস্থ্যমন্ত্রীকে বিমান বন্দরে অভ্যর্থনা জানানাের জন্য আগত পাটমন্ত্রী জনাব শামসুল হক আওয়ামী লীগের সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক জনাব মুস্তাফা সারােয়ার সাংবাদিকদের সাথে আলােচনার সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর সাথে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিচালক জনাব আমিনুল ইসলাম এবং স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব ড. এ এইচ চৌধুরী ঢাকায় ফিরেছেন।১৮
রেফারেন্স: ৫ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত