চোরাচালানী ও মজুতদারদের বিরুদ্ধে গণঐক্যজোট যৌথ অভিযান চালাবে
ঢাকা: গণঐক্যজোট কমিটি সারাদেশ ব্যাপী মজুতদার মুনাফাখাের ও মজুতদারদের বিরুদ্ধে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত করেছেন। গণঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান। সভা দুই ঘণ্টাকাল স্থায়ী হয় এবং সভায় খাদ্য পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা সাংগঠনিক ব্যাপারেও আলাপ-আলােচনা করা হয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে খাদ্যমন্ত্রী ফণীভূষণ মজুমদারও যােগদান করেন। গণঐক্যজোটের অস্থায়ী আহ্বায়ক জনাব আবদুর রাজ্জাক এনাকে জানান যে, চোরাচালানী মজুতদার মুনাফাখাের যারা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে তাদের বিরুদ্ধে অবিরাম আপােষহীন সংগ্রাম চালানাে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গণঐক্যজোটের কেন্দ্রীয় কমিটি অন্যান্য বিষয় আলােচনার জন্য আজ সন্ধ্যায় আবার মিলিত হবেন। জনাব আবদুর রাজ্জাক আরও জানান যে, গণঐক্যজোটের কয়েকটি জেলা কমিটিও গতকাল এই সিদ্ধান্তকে অনুমােদন করেছে।
এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব আনােয়ার চৌধুরী, ন্যাপের সভাপতি অধ্যাপক মােজাফফর এবং সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জনাব আবদুস সালাম এবং জনাব সাইফুদ্দিন আহমদ মানিক।১৩
রেফারেন্স: ৪ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত