বৈজ্ঞানিক ও অর্থনীতিবিদদের প্রতি অর্থমন্ত্রী
ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ দেশের প্রকৃত সমস্যা তুলে ধরার জন্য বৈজ্ঞানিক এবং অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে কোন প্রকার ভয়ভীতি ছাড়াই কৃষি ক্ষেত্রে সত্যিকার উন্নয়ন করা সম্ভব হবে। তিনি বলেন যে, আমাদের দেশের প্রায় শতকরা ৯৮ জন ক্ষুদ্র কৃষক এবং শতকরা প্রায় ৯০ ভাগ লােকই কৃষির উপর নির্ভরশীল। অর্থমন্ত্রী আজ এখানে ফাও, আনডপ এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়ােজিত ওয়ার্কশপে দুদিন ব্যাপী সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। এই সম্মেলনের উদ্দেশ্য মূলত ক্ষুদ্র চাষীদের এবং ভূমিহীন মজুরদের বিভিন্ন সমস্যা আলােচনা এবং ক্ষুদ্র চাষীদের সমস্যা সমাধানের পন্থা নির্ণয়। এই সম্মলনে বাংলাদেশের সমগ্র এলাকা এবং পল্লী উন্নয়ন একাডেমি এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কতিপয় আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির চেয়ারম্যান ড. এস. ডি. চৌধুরী। অর্থমন্ত্রী বলেন যে, বাংলাদেশের কষিকার্যের প্রতি বিশ্বে অন্যান্য দেশের চাইতে ভিন্নতর। তিনি দেশের সত্যিকার সমস্যা সমাধানের পথ খুঁজে বের করার জন্য বৈজ্ঞানিক এবং অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানান। তিনি কৃষি ক্ষেত্রে যান্ত্রিকীকরণের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেন। অর্থমন্ত্রী গভীর নলকূপ এবং পাওয়ার পাম্পের কথা উল্লেখ করে বলেন, প্রয়ােজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর এইগুলাে ব্যবহার করা দরকার যাতে করে লাভ পাওয়া যায়। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন এবং শস্য বপনের পদ্ধতি পাল্টাতে হবে।৯
রেফারেন্স: ৩ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত