পাঁচসালা পরিকল্পনার শিক্ষা কর্মসূচির পর্যালােচনা প্রয়ােজন
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মতিন চৌধুরী বলেন, বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা সম্পর্কে যে আদর্শ কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার কতটুকু বাস্তবায়িত করা সম্ভব তা বিস্তারিত পর্যালােচনার প্রয়ােজন রয়েছে। তিনি বুধবার শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষা পরিষদের উদ্যোগে আয়ােজিত বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শিক্ষা ও জনশক্তি শীর্ষক দুদিনব্যাপী এক সেমিনারে ভাষণ দিচ্ছিলেন। উপাচার্য বলেন, আমরা গণমুখী সমাজতান্ত্রিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা চালু করার কথা বলি। কিন্তু উক্ত পরিচালনায় শিক্ষকদের সম্পর্কে কিছু বলা হয়নি বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ছাত্রসমাজ যাদের জন্য এই পরিকল্পনা এবং শিক্ষক সমাজ যারা এই পরিকল্পনা বাস্তবায়িত করবে, উভয়ের সম্পর্কে যদি পরিকল্পনায় কিছু বলা হয়ে থাকে তবে তা অসম্পূর্ণ থেকে যাবে। ড. চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট হয়েছিল বিশেষত গবেষণার কাজ করার জন্য। কিন্তু এখানে তত্ত্বগত কোর্স চালু করা হয়েছে যা অন্যান্য কলেজেও হতে পারে। উপাচার্য জানান, কমনওয়েলথ কাউন্সিল অব এডুকেশন এডমিনিস্ট্রেশনের একটি শাখা বাংলাদেশে গঠন করা হবে।১০
রেফারেন্স: ৩ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত