সমাজকল্যাণ কর্মসূচির কাজ ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত হবে
ঢাকা: শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী আলহাজ জহুর আহমদ চৌধুরী বলেন যে, সমাজকল্যাণ মূলক কাজ ইউনিয়ন পর্যায়ে সম্প্রসারিত করা হবে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ কাউন্সিলের উদ্যোগে আয়ােজিত বাংলাদেশ মহিলা পরিষদ মিলনায়তনে এক সভায় শ্রমমন্ত্রী বলেন যে, সমাজকল্যাণ কার্যবিধির সংগঠন বৃদ্ধি করার ফলে নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং দেশের সর্বাধিক অর্থনৈতিক উন্নয়ন হবে। তিনি জানান যে, অদূর ভবিষ্যতে একটি সমাজকল্যাণ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। যাতে সমাজকল্যাণ কাজের গুরুত্ব আরােপিত হবে। মন্ত্রী আরও বলেন যে, সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন সংস্থাগুলােকে সাহায্য করার জন্য কাউন্সিল ১৯ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করেছেন। সভায় শ্রমমন্ত্রী সভাপতিত্ব করেন এবং অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জনাব হাসানুজ্জামান এবং জনাব মােজাম্মেল হােসেন। সভায় সমাজকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী বেগম নুরজাহান মাের্শেদও উপস্থিত ছিলেন।১১
রেফারেন্স: ৩ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত