You dont have javascript enabled! Please enable it! 1974.04.02 | দুষ্কৃতিকারীদের নির্মূলে এগিয়ে আসুন: তাজউদ্দীন আহমদ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

দুষ্কৃতিকারীদের নির্মূলে এগিয়ে আসুন: তাজউদ্দীন আহমদ

শ্রীপুর: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ আজ দলীয় কর্মীদের এবং ছাত্রলীগ, কৃষক লীগ শ্রমিক লীগ,এবং আওয়ামী যুবলীগ ন্যাপ স্বতন্ত্র দলের কর্মীবৃন্দকে সমাজ থেকে দুষ্কৃতিকারীদের নির্মূল করার কাজে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। অর্থমন্ত্রী আজ এখানে নিহত আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন মণ্ডল শেখ এবং হাসান আলী মৃধার শােকসভা উপলক্ষে স্থানীয় বিদ্যালয় প্রাঙ্গণে এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন। মরহুম সাহাবউদ্দিন মণ্ডল শেখ শ্রীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মরহুম হাসান আলী মৃধা করাইদ ইউনিয়ন কাউন্সিল এবং ইউনিয়ন রিলিফ কমিটির চেয়ারম্যান ছিলেন। নিহত দুই জন আওয়ামী লীগ নেতৃবৃন্দ গত ২৩ মার্চ একই দিনে দুটি পৃথক স্থানে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়েছেন। এই শােকসভায় সভাপতিত্ব করেন শ্রীপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব ইসমাইল হােসেন এবং সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব মইজউদ্দিন আহমদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি সম্পাদক জনাব রহমত আলী জনাব সাহাবউদ্দিন আহমদ এবং জনাব হারেস আলী। জনাব তাজউদ্দীন আহমদ বলেন যে, ক্ষমতাসীন দল এবং তার অঙ্গদলগুলােকে সমাজ থেকে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সারা দেশব্যাপী স্থানীয় পৌরসভা এবং গ্রাম ভিত্তিক ডিফেন্স পার্টি গঠন করতে হবে। তিনি বলেন যে, দুষ্কৃতিকারীদের যে কোনােভাবেই খুঁজে বের করতেই হবে তা না হলে গােটা জাতির ভাগ্য অনিশ্চিত অন্ধকারে পতিত হবে। তিনি এই সমস্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখার জন্য দলীয় কর্মী এবং যুবসমাজের প্রতি আহ্বান জানান। নিহত আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অর্থমন্ত্রী বলেন যে, বিগত স্বাধীনতা সংগ্রাম কালে উভয় নেতাই মুক্তিযােদ্ধা ছিলেন এবং নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি স্থানীয় পুলিশ অফিসারদের এই গুপ্তঘাতকদের খুঁজে বের করার জন্য নির্দেশ দেন।৪

রেফারেন্স: ২ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত