You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের গণতন্ত্রে সকলের অংশগ্রহণের সুযােগ রয়েছে

নয়াদিল্লি: পররাষ্ট্রমন্ত্রী আজ এখানে বলেছেন যে, বাংলাদেশের শাসনতন্ত্রে এমন গণতন্ত্রের উপর গুরুত্ব আরােপ করা হয়েছে যে গণতন্ত্রে সকলের অংশগ্রহণের সুযােগ থাকবে। ড. কামাল হােসেন ইনস্টিটিউট অব ইনষ্টিটিউশনাল এন্ড পার্লামেন্টারী স্ট্যাডিজ এর উদ্যোগে আয়ােজিত আমবেদকার মেমােরিয়াল লেকচার এর প্রথম দিনে ভাষণ দিচ্ছিলেন। ড. কামাল হােসেন বলেন, বাংলাদেশের শাসনতন্ত্রে বলা হয়েছে যে, একমাত্র জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই সামাজিক অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করা যাবে। তিনি বলেন, বাংলাদেশের শাসনতন্ত্রের দুটি দিক রয়েছে। এক সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন, অপরটি হলাে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রণয়ন এবং সকল প্রকার শােষণের অবসান ঘটিয়ে সুন্দর জীবনযাপনে জনগণের মৌল অধিকার নিশ্চয়তা বিধান।৫

রেফারেন্স: ২ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!