You dont have javascript enabled! Please enable it! 1974.04.01 | কোনাে গােপন সংগঠন থাকতে দেয়া হবে না: মনসুর আলী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

কোনাে গােপন সংগঠন থাকতে দেয়া হবে না: মনসুর আলী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী জনাব মনসুর আলী বলেন, সরকার বাংলাদেশের মাটিতে কোনাে গােপন রাজনৈতিক সংস্থা থাকতে দেবে না। দেশে গােপন রাজনৈতিক সংস্থা অবস্থানের কথা স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই উদ্দেশ্য প্রণােদিত রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ধ্বংসাত্মক কার্যকলাপের মাধ্যমে জনগণের মধ্যে গােলযােগ সৃষ্টির জন্য অত্যন্ত তৎপর রয়েছে। এই রাজনৈতিক দুষ্কৃতিকারীদের চিরতরে দমনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সম্পর্কে এখনও অন্ধকারে রয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি তাদের অগণতান্ত্রিক পন্থা পরিহার করে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য গণতান্ত্রিক পথ অবলম্বনের জন্যও উপদেশ দেন। দফতরে সাংবাদিকদের সঙ্গে আলােচনাকালে জনাব মনসুর আলী বলেন, কোনাে রাজনৈতিক দলের পতাকাতলে কোনাে গােপন রাজনৈতিক সংস্থার অবস্থান রয়েছে কিনা সরকার তা তদন্ত করে দেখছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের একটি অংশ গােপন সংস্থায় পরিণত হচ্ছে বলে যে খবর প্রকাশিত হয় সেই সম্পর্কে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা একটা নিছক সংবাদ এবং এই সম্পর্কে সরকার বিস্তারিত তদন্ত চালাচ্ছেন। তিনি আরও বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের কোনাে সদস্যকেই রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি। যাদের সম্প্রতি গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযােগ রয়েছে বলেও মন্ত্রী জানান। রব-জলিল রাজনৈতিক বন্দি নয়। জনাব মনসুর আলী জোর দিয়ে বলেন জাসদ সভাপতি ও সম্পাদক মেজর জলিল ও আ. স. ম. রব কোন রাজনৈতিক বন্দি নয়। এদের সুনির্দিষ্ট অভিযােগে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাসদ অফিসে যারা আগুন দিয়েছে সেসব দুষ্কৃতিকারীদের খুঁজে বের করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই ব্যাপারে তদন্ত করছে বলে তিনি জানান। অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা দুর্নীতিতে জড়িত রয়েছে তাদের খুঁজে বের করতে সরকার এরই মধ্যে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছেন। সরকার কাউকেই কালাে টাকা উপার্জন করতে বা জমাতে দেবে না, সে যত শক্তিশালী লােকই হােক না কেন।১

রেফারেন্স: ১ এপ্রিল, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত