আলজিরীয় পত্রিকায় সাক্ষাৎকারে বঙ্গবন্ধু
ঢাকা: জোটনিরপেক্ষ দেশ বিধায় বাংলাদেশ ও আলজিরিয়া একটি সাধারণ নীতি অনুসরণ করে চলছে। প্রেসিডেন্ট বুমেদীনের সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় আলজিরীয় ফরাসি সাংবাদিক আফ্রিকেনাইন রিভেলেশন এক প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মন্তব্য করেন। বঙ্গবন্ধু বলেন, বাংলাদেশ চায় আলজেরিয়ার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলতে। এ প্রসঙ্গে তিনি দু’দেশের মধ্যকার সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের উল্লেখ করেন। সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেন, “আমাদের দেশে বিস্তর পানি আছে, এবং আর মাটিও ভালাে। সাধ্যমত কাজ করে গেলেই আমরা উৎকৃষ্ট উৎপাদান করতে সক্ষম হবাে। বঙ্গবন্ধুর সাক্ষাৎকার যে নিবন্ধে প্রকাশ পায় তাতে বলা হয়, বঙ্গবন্ধু তার দেশ ও জনগণকে সবচেয়ে বেশি ভালােবাসেন। এটা সত্য বাঙালিরা তাকে রেখে ঢেকে ভালােবাসেন না। বঙ্গবন্ধু সম্পর্কে বাংলাদেশে যাকেই জিজ্ঞেস করা হােক বলবে, দেশের মুক্তির জন্য সারাজীবন তিনি। উৎসর্গ করেছেন। আলজেরীয় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু আশা প্রকাশ করে বলেন, উপমহাদেশের ৩ দেশ দিল্লি চুক্তির অধীনে ১শ ৯৫ জন যুদ্ধবন্দির সমস্যা সমাধানে সর্বাত্মকভাবে সচেষ্ট হবে।১১৬
রেফারেন্স: ৩০ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত