You dont have javascript enabled! Please enable it!

দেশের চাহিদা মেটাতে যথেষ্ট খাদ্য মজুত আছে

ঢাকা: দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে এবং সরকার যেকোন পরিস্থিতির মােকাবেলা করতে সক্ষম হবে বলে খাদ্যমন্ত্রী শ্রী ফণীভূষণ মজুমদার জানিয়েছেন। তিনি জাতীয় সংবাদপত্রসমূহ ও বার্তা সংস্থাগুলাের সম্পাদকদের সাথে এক ঘরােয়া বৈঠকে এ কথা বলেন। বৈঠকে আওয়ামী লীগ প্রধান এ. এইচ. এম. কামারুজ্জামান ও খাদ্য বিভাগীয় প্রতিমন্ত্রী জনাব আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। দেশের খাদ্য পরিস্থিতি সম্পর্কে সম্পাদকগণকে অবহিত করার সময় খাদ্যমন্ত্রী শ্রী মজুমদার বলেন যে, বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির ফলে যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত রয়েছে এবং তা দেশের চাহিদা পূরণে সক্ষম। তিনি খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির জন্য দুঃখ প্রকাশ করেন এবং এই কৃত্রিম সংকট নিরসনের জন্য প্রচেষ্টা চালানাের ব্যাপারে সহযােগিতা করার জন্য সকল মহলের প্রতি আহ্বান জানান। দেশের সর্বত্র দ্রুত ও নিয়মিতভাবে খাদ্য সরবরাহের জন্য প্রশাসনযন্ত্র সম্মিলিতভাবে ব্যাপক প্রচেষ্টা চালাবে বলে তিনি আশ্বাস দেন। দেশের অভ্যন্তর ভাগে সুষ্ঠুভাবে খাদ্য সরবরাহ ত্বরান্বিত করার জন্য খাদ্য মন্ত্রণালয়ে খাদ্য প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি ‘সেল গঠন করা হয়েছে বলে শ্রী মজুমদার জানান।১১৭

রেফারেন্স: ৩০ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!