You dont have javascript enabled! Please enable it!

সাত দলের চৌদ্দ নেতার যুক্ত বিবৃতি

ঢাকা: মওলানা ভাসানী ও জনাব আতাউর রহমান খানসহ দেশের সাতটি বিরােধী রাজনৈতিক দলের ১৪ জন নেতা এক যুক্ত বিবৃতিতে মেজর এম এ জলিল, আবদুর রব, মমতাজ বেগম, আল মাহমুদ, এম এ মতিন, ওহিদুর রহমান ও টিপু বিশ্বাস সহ সব রাজনৈতিক বন্দিকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবী জানিয়েছেন। জাতীয় লীগের সভাপতি জনাব আতাউর রহমান খান সাতটি দল ও অন্য তের জন নেতার পক্ষে বুধবার যুক্ত বিবৃতিটি সংবাদপত্রে পাঠিয়েছেন। এরা হলেন ন্যাপের মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও ড. আলীম আল রাজী, জাসদের শী বিধান কৃষ্ণ ন্টসেন ও জনাব শাজাহান সিরাজ, বাংলাদেশ জাতীয় লীগের জনাব আতাউর রহমান খান ও মিসেস আমেনা বেগম, বাংলা জাতীয় লীগের সৈয়দ সিরাজুল হােসেন ও জনাব অলি আহাদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (লেনিনবাদী) শ্রী অমল সেন ও জনাব নাসিম আলী, শ্রমিক কৃষক সমাজবাদী দলের জনাব সাইফুর রহমান ও জনাব রুহুল আমিন কায়সার এবং জাতীয় গণমুক্তি ইউনিয়নের হাজী মােহাম্মদ দানেশ ও জনাব সিরাজুল হােসেন খান। ইংরেজি ভাষায় প্রদত্ত ঐ বিবৃতিতে অভিযােগ করে বলা হয় যখন আওয়ামী লীগ ও সহযােগীদের ‘জাতি ও গণবিরােধী নীতি ও ব্যবস্থা গ্রহণের ফলে দেশের অর্থনীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি কার্যত ভেঙে পড়েছে, তখন সরকার বিশেষ ক্ষমতা আইন, রক্ষীবাহিনী আইন, মুদ্রণ ও প্রকাশনা আইন, শ্রমিক বিরােধী আইন প্রভৃতি ‘অধােগামী ও বেআইনি’ আইনের মাধ্যমে অগণতান্ত্রিক ও ব্যাপক ক্ষমতা গ্রহণ করেছে। এবং রাজনৈতিক বিরােধিতা দমন ও সামাজিক অর্থনৈতিক সমস্যা ‘গােপন করার জন্যে ‘ফ্যাসিবাদী সুলভ ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে।’ যুক্ত বিবৃতিতে আরাে অভিযােগ করা হয়, ‘প্রতিদিন রাজনৈতিক কর্মী ও নিরপরাধ লােকদের উপর অমানুষিক নির্যাতনের ঘটনা ঘটে চলেছে। এ প্রসঙ্গে বিবৃতিতে ১৭ মার্চের ঘটনার উল্লেখ করে বলা হয়, সরকারের ইতােপূর্বের ধর-পাকড় ও নির্যাতনের সাথে এ ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। গণকণ্ঠের সম্পাদক জনাব আল মাহমুদের গ্রেফতার এবং গণকণ্ঠ অফিস তছনছ করার কথাও উল্লেখ করা হয়। বিবৃতিতে তারা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত সবাইকে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাজনৈতিক নেতা ও কর্মীদের গ্রেফতারী পরােয়ানা প্রত্যাহার করার দাবী জানিয়েছেন। তারা অবিলম্বে ‘অগণতান্ত্রিক ও নির্যাতনমূলক নীতি ও ব্যবস্থা পরিহার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।১০৩

রেফারেন্স: ২৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!