আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন: রাষ্ট্রপতি
ঢাকা: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা বঙ্গবন্ধুর সােনার বাংলা এবং সুখী ও সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ে তােলার উদ্দেশ্যে ত্যাগ স্বীকার ও শৃঙ্খলা বজায় রাখার জন্যে জাতির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা গতকাল রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দান কালে উপরােক্ত আহ্বান জানান। রাষ্ট্রপতির বাণী বাংলাদেশ বেতার ও টেলিভিশন থেকে যুগপভাবে প্রচারিত হয়েছে। রাষ্ট্রপতি তার বাণীতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে। গড়ে তােলার জন্য ক্ষেতে খামারে ও কল কারখানায় অধিক উৎপাদনের জন্যে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেন, আদর্শের চেতনা এবং মূল্যবােধ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করবে। এবং ভােগ, দুর্নীতি ও হিংসার অবসান ঘটাবে এবং আত্মস্বার্থ জলাঞ্জলি দিয়ে আমরা সর্বস্তরের জাতীয় স্বার্থকে প্রতিষ্ঠিত করব।১০০
রেফারেন্স: ২৬ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত