আদর্শের বিরুদ্ধে কাজ করলে বহিষ্কার করা হবে: কামারুজ্জামান
রায়পুর, নােয়াখালী: আওয়ামী লীগ প্রধান জনাব এ. এইচ, এম, কামারুজ্জামান বলেছেন, পার্টির সাথে বিশ্বাঘাতকতা ও পার্টির আদর্শের বিরুদ্ধে কার্যকলাপে লিপ্ত যেকোনাে আওয়ামী লীগ কর্মীকেই বহিষ্কার করা হবে। মাইজদীকোর্ট হতে ৩৫ মাইল দূরে এক উপনির্বাচনী জনসভায় বক্তৃতাকালে জনাব কামারুজ্জামান বলেন, আওয়ামী লীগ শােষিত জনগণের দল এবং এদের দলে সুযােগসন্ধানী ও স্বার্থবাদীদের কোন স্থান নেই। জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন। কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ, বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী জনাব কে এম ওবায়দুর রহমান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, সমাজসেবা সম্পাদক জনাব মােস্তফা সরােয়ার এবং উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ড. আবদুল আওয়াল আওয়ামী লীগ প্রধান বিচার বিবেচনার মাধ্যমে জনগণকে তাদের মূল্যবান ভােট দেওয়ার আহ্বান জানান। নির্যাতিত জনগণের কাছে স্বাধীনতার সুফল পৌছে দেয়ার জন্যে তিনি জনগণের কাছে সহযােগিতা কামনা করেন। জনাব কামারুজ্জামান স্বাধীনতা নস্যাকারী অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে সতর্ক করে দেন। স্বাধীনতাকে সুসংহত করার উদ্দেশ্যে কঠিন পরিশ্রম করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, জনগণের সম্মিলিত প্রতিরােধের মাধ্যমেই শত্রুদের চক্রান্ত নস্যাৎ হয়ে যাবে। বক্তৃতাকালে কৃষিমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ বলেন, উৎপাদন বাড়ানাের জন্য সরকার কৃষকদের মধ্যে আগামী বছর আরও পাওয়ার পাম্প সরবরাহ করবেন।৯০
রেফারেন্স: ২৩ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত