You dont have javascript enabled! Please enable it! 1974.03.23 | বাংলাদেশ-ডেনমার্ক ঋণচুক্তি স্বাক্ষরিত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-ডেনমার্ক ঋণচুক্তি স্বাক্ষরিত

সকালে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ৩ কোটি ৬৪ লাখ টাকার একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। উক্ত অংক নিয়ে ডেনমার্কের ঋণ ও সাহায্যের পরিমাণ দাঁড়ালাে ১২ কোটি ৬২ লাখ টাকায়। ১৯৭৪-৭৫ অর্থবছরে ঐ চুক্তির টাকা বাংলাদেশকে দেয়া হবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব ড. একরাম হােসেন ও ডেনমার্কের পক্ষে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের চার্জ দা এফেয়ার্স মি. বি, কিলেরিচ। ড, একরাম হােসেন। পরে জানান যে, বাংলাদেশের পঞ্চম উন্নয়ন পরিকল্পনাধীনে কয়েকটি প্রকল্পের জন্যে ডেনমার্ক আরও ঋণ দিতে সম্মত হয়েছে। তাছাড়া ডেনমার্কের সাহায্যে চালু প্রকল্পগুলােতেও ডেনমার্ক অব্যাহতভাবে সাহায্য দেবে। চুক্তি অনুযায়ী ডেনমার্ক ডেয়ারী, খাদ্য প্রক্রিয়া, হিমঘর, ফ্রিজিং ও বরফ উৎপাদন শিল্পের জন্য যন্ত্রপাতি সরবরাহ করবে। তাছাড়া ঋণের টাকা দিয়ে অভ্যন্তরীণ ও উপকূলীয় যান গাদাবাের্ড ও ডিজেল চালিত মাছ ধরার ট্রলার কেনা হবে। তাছাড়া বর্তমান আর্থিক বছরে ডেনমার্ক বাংলাদেশকে ১৫ কোটি ৬ লাখ ডলার সাহায্য দেওয়ারও প্রস্তাব করেছে।৯১

রেফারেন্স: ২৩ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত