দেশপ্রেমিক অভিজ্ঞ ব্যবস্থাপনা কর্মী সৃষ্টির প্রয়ােজন: সৈয়দ নজরুল
ঢাকা: অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম শিল্প ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞ ব্যবস্থাপনার কর্মী সৃষ্টির প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এসব ব্যবসায়ী কর্মীদের অবশ্যই দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। অস্থায়ী প্রধানমন্ত্রী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে এক সেমিনারের উদ্বোধনকালে উপরােক্ত কথা বলেন, ‘পেশাদার ব্যবস্থাপনা’ শীর্ষক এই সেমিনারের আয়ােজন করেন এমবিএ সমিতি। ব্যবস্থাপনায় অভিজ্ঞতাসম্পন্ন লােক নিয়ে ড, আবদুল মতিন চৌধুরী অনুষ্ঠানে সেমিনারের প্রয়ােজনীয়তা সম্পর্কে এক সংক্ষিপ্ত ভাষণ দেন। সমিতির সভাপতি জনাব খােন্দকার নুরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম তার ভাষণে আরাে বলেন যে, সুষ্ঠু ব্যবসা প্রশাসন ক্ষেত্রে দেশে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন যে, ব্যবস্থাপনায় অভিজ্ঞতাসম্পন্ন লােক দিয়ে এই শূন্যতা পূরণ করতে হবে। তিনি বলেন যে, ব্যবসা ও শিল্প পরিচালনার ক্ষেত্রে আমাদের দেশে শিক্ষার তেমন সুযােগ না থাকায় এ ধরনের প্রশিক্ষণের প্রয়ােজন রয়েছে। তিনি ব্যবসা ও শিল্প ক্ষেত্রে প্রশাসন ও প্রশিক্ষণের ব্যাপারে সরকারের সহযােগিতা প্রদানের আশ্বাস দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মতিন চৌধুরী দেশের ব্যবসা ও শিল্প প্রশাসনের ক্ষেত্রে অভিজ্ঞ লােক তৈরির জন্যে ব্যবসা প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রয়ােজনীয়তা সম্পর্কে গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন যে, প্রয়ােজন হলে ইনস্টিটিউটকে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা হবে।৮৭
রেফারেন্স: ২২ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত