গণতন্ত্র ও সমাজতন্ত্রের শত্রুদের বিরুদ্ধেই আওয়ামী লীগের প্রতিরােধ
ঢাকা: আওয়ামী লীগের প্রতিরােধ কেবল কোনাে একটি দলের বিরুদ্ধে নয় যারা গণতন্ত্রকে বানচালের জন্য দেশে অরাজকতা সৃষ্টি করতে চায় এবং জনগণের শান্তি বিঘ্নিত করতে চায় যারা কলকারখানায় উৎপাদন ব্যাহত করে কালােবাজারী মুনাফাখােরী ইত্যাদি সমাজবিরােধী কার্যকলাপের দ্বারা সমাজতন্ত্রকে বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এই প্রতিরােধ। জনাব এ এইচ এম কামারুজ্জামান বৃহস্পতিবার আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ কর্মীসভায় এ কথা বলেন। তিনি বলেন যে, সরকারের সামজতান্ত্রিক কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্যে নিঃস্বার্থ কর্মী গঠনের মাধ্যমে আওয়ামী লীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। জনাব কামারুজ্জামান কর্মীসভায় সভাপতিত্ব করছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট সহ যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, বাস্তুহারা সমিতি, হকার্স লীগ, দোকানদার কর্মচারী সমিতি, অটোরিক্সাচালক সমিতি রিক্সাচালক সমিতি প্রভৃতি অঙ্গদল ও সহযােগী সংগঠনের প্রতিনিধি ও কর্মীরা ও যৌথ কর্মীসভায় উপস্থিত ছিলেন। সভাপতির ভাষণে জনাব কামারুজ্জামান আরও বলেন যে, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বর্তমান সংকট উত্তরণের জন্য পরবর্তী কর্মসূচি জনগণের নিকট ঘােষণা করবেন। আগামী ২৪ মার্চ প্রতিরােধ দিবসে পল্টনে বৃহত্তর এ কর্মসূচির কথা ঘােষণা হবে। তিনি বলেন যে, প্রতিরােধ গড়ে তােলার সাথে সাথেই দেশের মানুষের মঙ্গলের জন্য বাস্তব কর্মসূচি নিয়েও আমাদের নামতে হবে। কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক জনাব শেখ শহিদুল ইসলাম, কৃষি সম্পাদক জনাব রহমত আলী, মহিলা সম্পাদিকা বেগম সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ, আওয়ামী লীগের মহিলা শাখার সাধারণ সম্পাদিকা মমতাজ বেগম, ঢাকা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মােজাফফর হােসেন পন্টু, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব আবদুল কুদুস মাখন প্রমুখ।৮২
রেফারেন্স: ২১ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত