You dont have javascript enabled! Please enable it!

তাজউদ্দীনের বিতর্কিত বক্তৃতা: দলীয় প্রধান চাইলেন ব্যাখ্যা

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদের নিকট ব্যাখ্যা দাবী করেন। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত খবরে জানা যায়, সম্প্রতি ঢাকার একটি দৈনিকে জনাব তাজউদ্দীন আহমেদের নামে প্রচারিত একটি বক্তৃতা জনমনে ও দলীয় কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। পার্টির পক্ষ থেকে সভাপতি জনাব কামারুজ্জামান অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমেদের কাছে তার নামে পরিবেশিত উক্ত বক্তৃতার সত্যাসত্য জানতে চান। এবং কতিপয় বিষয়ে ব্যাখ্যা দাবী করেন। খবরে প্রকাশ, জনাব তাজউদ্দীন দলীয় প্রধানের সাথে বিষয়টি নিয়ে আলােচনা করেছেন। তিনি তার মূল বক্তৃতার সাথে প্রকাশিত বক্তৃতার মধ্যে যে পার্থক্য বিদ্যমান তা তুলে ধরেন। (উল্লেখযােগ্য উক্ত বক্তৃতা প্রকাশিত হবার পর জনাব তাজউদ্দীন আহমদের পক্ষ থেকে একটি স্বতন্ত্র বিবৃতিতে তার প্রতিবাদ করা হয়।) এবং দলীয় প্রধানকে কতিপয় তথ্য দান করেন। অর্থমন্ত্রী মহােদয়ের বক্তব্য গ্রহণ করেন। জনৈক বাঙালি ‘লন্ডনে কাপড়ের কল খুলেছেন এবং একজন প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে ডাকাত হুন্ডি কারবার করছেন বলে জনাব তাজউদ্দীন উল্লেখিত বক্তৃতায় যে তথ্য পরিবেশন করেন, অর্থমন্ত্রীর সাথে ঘনিষ্ঠ মহল থেকে তা জানানাে হয়। মন্ত্রী মহােদয় উক্ত দুজন ব্যক্তির নাম দলীয় প্রধানকে জানিয়ে দিয়েছে। তারা কেউই রাজনীতিক নন। জানা যায়, তাদের একজন বুদ্ধিজীবী বলে। পরিচয় দানকারী ব্যবসায়ী, অপরজন কেবল ব্যবসায়ী। বিষয়টি সরকার তদন্ত করাবেন বলে খবর পাওয়া গেছে।৭৮

রেফারেন্স: ২০ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!