You dont have javascript enabled! Please enable it!

সমাজবিরােধী কার্যকলাপে নীরব দর্শক থাকতে পারি না: কামারুজ্জামান

আওয়ামী লীগ প্রধান জনাব এ. এইচ. এম. কামারুজ্জামান বলেছেন, আওয়ামী লীগ দুটো বৃহৎ শত্রুর মােকাবেলা করছে। একটা হচ্ছে প্রতিক্রিয়াশীল ডানপন্থী অপরটি চরম বামপন্থী। জনাব কামারুজ্জামান রাতে ঢাকা নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক প্রধান ও ডেপুটি প্রধানদের এক বৈঠকে বক্তৃতা করছিলেন। জনাব কামারুজ্জামান তার বক্তৃতায় বলেন, চরম বামপন্থীরা দুষ্কৃতিকারী, মুনাফাখাের, মজুতদার, কালােবাজারী ও অন্যান্য সমাজবিরােধীদের সাথে চক্রান্ত করে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। অপরদিকে প্রতিক্রিয়াশীল ডানপন্থীরা বিভিন্ন প্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ শােষিত জনগণের সংগঠন বলে আমরা সমাজবিরােধীদের কার্যকলাপে নীরব দর্শক হয়ে থাকতে পারি না। সভায় সভাপতিত্ব করেন ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গােলাম মােস্তফা এবং অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আবদুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তােফায়েল আহমেদ ও ঢাকা নগর আওয়ামী লীগের সম্পাদক জনাব মােজাফফর হােসেন পন্টু। সমাজবিরােধী কার্যকলাপে লিপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের সমালােচনা করে জনাব কামারুজ্জামান বলেন, এ দলটি শুরু হতেই রাজনীতির ভ্রান্ত পথ অনুসরণ করে আসছে। জাসদ রাষ্ট্রদ্রোহিতামূলক কার্যকলাপের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করছে। এবং মাঝে মাঝে অস্ত্রের হুমকি দিতেও কসুর করেনি। এই সম্পর্কে আওয়ামী লীগ প্রধান বলেন, ঐ রাজনৈতিক দলটি বাঙালি জাতীয়তাবাদের স্রষ্টা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও সমালােচনা করতে দ্বিধা করেনি। বাঙালি জাতীয়তাবাদ ও সমাজতন্ত্রের শত্রুদের নির্মূল করার শপথ নেওয়ার জন্য কামারুজ্জামান জনগণের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, জাসদ আওয়ামী লীগকেই তার প্রধান শত্রু হিসেবে বেছে নিয়েছে। আওয়ামী লীগের দ্বিবার্ষিক সম্মেলন ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে জাসদ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার সুযােগ বেছে নিয়েছে। সুযােগসন্ধানীদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগ প্রধান জনাব কামারুজ্জামান বলেন, যে সব কর্মী অন্যায়ের মাধ্যমে নিজেদের আখের গােছানাের তালে থাকবে তাদেরকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হবে। শত্রুরা বিদেশি প্রভুর সহযােগিতায় আমাদের কষ্টার্জিত স্বাধীনতা নস্যাৎ করার চেষ্টা করছে। জনাব কামারুজ্জামান কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মােকাবেলা করার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।৭৯

রেফারেন্স: ২০ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!