চিকিৎসার জন্যে বঙ্গবন্ধু মস্কো গেছেন
ঢাকা: প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিকিৎসার জন্যে মঙ্গলবার সকালে বিশেষ সােভিয়েত বিমানে মস্কো গেছেন। রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা, বেগম মােহাম্মদ উল্লা জাতীয় সংসদের স্পীকার জনাব আবদুল মালেক উকিল, মন্ত্রী পরিষদের সদস্য রাজনৈতিক যুব ও ছাত্রনেতৃবৃন্দ আর কূটনৈতিক মিশনের প্রতিনিধিবৃন্দ ও পদস্থ সামরিক ও অসামরিক অফিসারগণ বঙ্গবন্ধুকে শুভ বিদায় জ্ঞাপন ও দ্রুত আরােগ্য কামনা করার জন্যে ঢাকা বিমান বন্দরে উপস্থিত ছিলেন। অসুস্থ বঙ্গবন্ধুর সাথে বেগম মুজিব, পুত্র শেখ কামাল, রাসেল, কন্যা রেহানাও রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর সচিব জনাব আব্দুর রহিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক জনাব রেজাউল করিম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক নুরুল ইসলাম ও অধ্যাপক মােমিনুল হকও প্রধানমন্ত্রীর সাথে মস্কো গেছেন। উল্লেখযােগ্য যে, গত বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসা বিশেষজ্ঞ ও দুজন সােভিয়েত চিকিৎসা বিশেষজ্ঞ বঙ্গবন্ধুকে পরীক্ষা করে তাকে চিকিৎসা করে সােভিয়েত ইউনিয়নে যাবার পরামর্শ দান করেন। সােভিয়েত সরকারের আমন্ত্রণেই বঙ্গবন্ধু চিকিৎসার জন্য মস্কো গেছেন। বিমানবন্দরে সােভিয়েত দূতাবাসের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে ফুলের তােড়া উপহার দেয়া হয়। বিমানবন্দরে উপস্থিত সবাই সমগ্র জাতির পক্ষে উদ্বেগ আকুল হৃদয়ে বঙ্গবন্ধুকে শুভ বিদায় জানান এবং দ্রুত আরােগ্য কামনা করেন। মস্কো পৌছাবার সাথে সাথে বঙ্গবন্ধুকে পরীক্ষা করার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গেছে।৭৪
রেফারেন্স: ১৯ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত