You dont have javascript enabled! Please enable it! 1974.03.19 | বাংলাদেশ-দক্ষিণ ইয়েমেন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-দক্ষিণ ইয়েমেন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে

ঢাকা: বাংলাদেশ ও গণপ্রজাতন্ত্রী ইয়েমেন অদূর ভবিষ্যতে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে স্বীকৃত হয়েছে। ঢাকায় ইয়েমেন পররাষ্ট্রমন্ত্রী জনাব মােহাম্মদ সালেহ মুতীর সাথে আলােচনা বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন এ কথা প্রকাশ করেন। ড. কামাল হােসেন বলেন যে, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার আগ্রহের আলােকে রাষ্ট্রদূত বিনিময়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইয়েমেন পররাষ্ট্রমন্ত্রী জনাব মুতী সাংবাদিকদের বলেন, তার দেশ ভারত মহাসাগরের দিয়েগাে গার্জিয়া দ্বীপে সামরিক ঘাঁটি সম্প্রসারণের অ্যাঙ্গলাে-আমেরিকান পরিকল্পনায় গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ইয়েমেন ও বাংলাদেশ উভয়ে ভারত মহাসাগরকে শান্তির এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে ইচ্ছুক। তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার বৈঠকে পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে একই মনােভাব প্রতিফলিত হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসঙ্গে জনাব মুতী বলেন, উভয় পক্ষই একে অন্যের সাথে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরাে জোরদার করার সম্ভাব্যতা পরীক্ষা করেছেন। ড. কামাল হােসেন সাংবাদিকদের জানান যে, বৈঠকে অধিকাংশ আন্তর্জাতিক ও দ্বি-পাক্ষিক বিষয়ে ঐকমত্য প্রতিফলিত হয়েছে। ড. কামাল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রতি ইয়েমেনের সমর্থন জ্ঞাপনের জন্য ইয়েমেন সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।৭৫

রেফারেন্স: ১৯ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত