You dont have javascript enabled! Please enable it! 1974.03.18 | সামাজিক শত্রুদের বিরুদ্ধে বিপ্লবী অভিযান চালানাে হবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

সামাজিক শত্রুদের বিরুদ্ধে বিপ্লবী অভিযান চালানাে হবে

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আবদুর রাজ্জাক সােমবার প্রদত্ত এক বিবৃতিতে বলেন, কেবল জাসদই নয়, বাংলার মাটিতে গণদুশমন, চোরাচালানী, মুনাফাখাের, মজুতদার, কালােবাজারী, অসৎ ও ভুয়া ব্যবসায়ী শ্রেণি, উঠতি পুঁজিপতিসহ সকল প্রকার সামাজিক শত্রুদের বিরুদ্ধে বিপ্লবী অভিযান পরিচালনা করা হবে। বিবৃতিতে তিনি বলেন যে, জাসদের গণবিরােধী, ঘৃণ্য, ন্যক্কারজনক ও হিংসাত্মক কার্যকলাপে জনগণের বিপ্লবী সংগঠন আওয়ামী লীগ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। তিনি আরও বলেন যে, সমাজতান্ত্রিক দুশমন, গণতন্ত্রের শত্রু এবং প্রগতির সংগ্রামে অন্তরায় সৃষ্টিকারী সাম্রাজ্যবাদের ঘৃণ্য এজেন্ট জাসদের বিগত কার্যকলাপে গণমনে যে বিক্ষোভ পুঞ্জিভূত হয়েছে আওয়ামী লীগ আহত গতকালের প্রতিবাদ মিছিলে সার্থকতায় অগ্নিদীপ্ত হয়ে উঠেছে।৭১

রেফারেন্স: ১৮ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত