You dont have javascript enabled! Please enable it!

অর্থনৈতিক সমস্যা সমাধানের বস্তুনিষ্ঠ কর্মপন্থা দিন: রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের বস্তুনিষ্ঠ কর্মপন্থা দেয়ার জন্য দেশের অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন। ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়ােজিত বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রথম বার্ষিক সম্মেলনে উদ্বোধনী ভাষণদান প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমস্যা যে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে, অচিরেই তার বস্তুনিষ্ঠ সমাধানের পথ খুঁজে বের করতে হবে। দেশের বর্তমান সমস্যাকে জটিলতর করার জন্য রাষ্ট্রপতি প্রধানত দুটি কারণকে দায়ী করেছেন। তার একটি হলাে বলগাহীন জনসংখ্যা বৃদ্ধি। তিনি বলেন, এর সাথে রয়েছে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামাের পুনর্বিন্যাস প্রচেষ্টার আনুষঙ্গিক ভুল-ত্রুটি এবং দক্ষতার অভাব। রাষ্ট্রপতি বলেন, সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠায় সর্বাত্মক যুদ্ধ ভিত্তিক প্রচেষ্টা হচ্ছে আমাদের প্রধানতম লক্ষ্য। জাতির পিতা বঙ্গবন্ধু এবার দেশ গড়ার যে সংগ্রামের ডাক দিয়েছেন, তা মূলত জাতীয় আত্মশুদ্ধির ও কঠোর পরিশ্রমের। রাষ্ট্রপতি দেশের অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতির অর্থনৈতিক জীবন আজ যে দুর্বার সমস্যায় ভারাক্রান্ত হয়ে পড়েছে তা মােকাবেলা ও সমাধানের জন্য জনগণ ও সরকারের কি দায়িত্ব ও করণীয় তা অর্থনীতিবিদদের নিরূপণ করতে হবে। আলােচনায়, গবেষণায় ও সমীক্ষায় বাস্তব ও সত্যানুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাদের সঠিক পথের নির্দেশ দিতে হবে। আপনাদের কর্তব্য হবে দেশের সামগ্রিক পরিস্থিতি সামনে রেখে কর্মপন্থা খুঁজে বের করা। ফলিত অর্থনীতির বৈজ্ঞানিক শৃঙ্খলা নিয়ে আমাদের উৎপাদন ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন সাংগঠনিক, নীতিগত, প্রশাসনিক, ব্যবসায়িক প্রভৃতি বিষয়ের বিশ্লেষণ ও পর্যালােচনায় আপনাদের ব্রতী হতে হবে। কারণ জাতীয় অর্থনৈতিক কাঠামাের বর্তমান পর্যায়কে যদি আমরা ফলপ্রসূভাবে পর্যালােচনা করতে ব্যর্থ হই, তবে পরিকল্পিত উন্নয়নের রূপরেখা নিয়ে সকল আলােচনা নিরর্থক অনুশীলনে পর্যবসিত হবে। গতকালের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. মাযহারুল হক। বক্তৃতা করেন পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান অধ্যাপক নুরুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুল মতিন চৌধুরী। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সম্মেলনেও পরবর্তী কার্যধারা সরকার ও জনগণকে অর্থনৈতিক মুক্তির নব অভিযানে সঠিক পথের সন্ধান দেবে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই পরিকল্পনার সফল বাস্তবায়নের উপর শুধু। দেশের অর্থনৈতিক পুনর্গঠনই নির্ভুল করবে না উৎপাদন ক্ষমতাও যথেষ্ট বৃদ্ধি পাবে।৬৬

রেফারেন্স: ১৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!