You dont have javascript enabled! Please enable it!

বঙ্গবন্ধু কখনও রাজনীতির জন্যে রাজনীতি করেননি

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনে কখনও রাজনীতির জন্য রাজনীতি করেননি। তিনি আজীবন বিশ্বাস করেছেন, রাজনীতি বস্তুত দেশের মেহনতি জনগণের মুক্তির জন্যে। তার সেই বিশ্বাস সত্য বলে প্রমাণিত হয়েছে তা সুদীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড ও সংগ্রামী কর্মসূচির মাধ্যমে। সকালে তেজগাঁও আঞ্চলিক জাতীয় শ্রমিক লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে ৬ দফা আন্দোলনের মহান শহীদ মনু মিয়ার নাম অনুসারে ‘শহীদ মনু মিয়া অবৈতনিক নৈশ বিদ্যালয় উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী উপরােক্ত মন্তব্য করেছেন। সভায় সভাপতিত্ব করেন যুবলীগ প্রধান শেখ ফজলুল হক মণি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পূর্তমন্ত্রী জনাব সােহরাব হােসেন, শ্রমিক নেতা জনাব আব্দুর রউফ এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হাসান। শিক্ষামন্ত্রী আরাে বলেছেন, বঙ্গবন্ধু সর্বদাই তার নীতিতে আপােষহীন। জেল জুলুম, নিপীড়ণ কখনাে তাকে তার নীতিতে বিচ্যুত করতে পারেনি। তিনি বলেন, বঙ্গবন্ধুর পালন করা তখনই সার্থক হবে, যখন আমরা তার আদর্শকে বাস্তবায়ন করতে পারবাে। শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সাহসের তুলনা নেই। তিনি তদানীন্তন পাকিস্তানের লাহােরে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে ৬-দফার কথা তুলে ধরেছিলেন। সেই সম্মেলনে কেবলমাত্র তাসখন্দের ব্যাপার নিয়ে আলােচনার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু যুক্তি এবং শাণিত বুদ্ধিদীপ্ততা ও অসীম সাহসিকতার কাছে হার মেনে সেদিন জাতীয় সম্মেলনে পাকিস্তানের শাসক গােষ্ঠীকে বঙ্গবন্ধুর বক্তব্য শােনাতে হয়েছিল। এবং সে বক্তব্য ছিল ৬-দফার বক্তব্য।৬৭

রেফারেন্স: ১৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!