কারিগরি ও সহযােগিতা চুক্তি স্বাক্ষর
ঢাকা: বাংলাদেশ ও পােল্যান্ড কারিগরি ও সহযােগিতার উপর একটি চুক্তি স্বাক্ষর করেছেন। হবাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ড. কামাল হােসেন এবং পােল্যন্ডের পক্ষে স্বাক্ষর করেন। পােলিশ পররাষ্ট্রমন্ত্রী মি. স্টিফেন ওয়েজস্কি। চুক্তির বিস্তারিত বিবরণ এখনাে জানা যায়নি। চুক্তি স্বাক্ষরের পর মি. স্টিফেন ওয়েজস্কি বলেন, দু’দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার জন্য এ চুক্তি হচ্ছে একটা বিরাট বিজয়। ড. কামাল বলেন, চুক্তি স্বাক্ষরিত হওয়ায় মি. ওয়জস্কির বাংলাদেশ সফরের প্রতি সম্মান দেখান হয়েছে।৬২
রেফারেন্স: ১৬ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত