You dont have javascript enabled! Please enable it! 1974.03.15 | পােলিশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আগমন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

পােলিশ পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা আগমন

ঢাকা: পােল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মি. স্টিফেন ওয়েজস্কি আশা প্রকাশ করেন যে, জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি আর বেশি দূরে নেই। নয়া দিল্লি হতে ঢাকা বিমান বন্দরে পৌছে পােলিশ পররাষ্ট্রমন্ত্রী মি. স্টিফেন সাংবাদিকদের সাথে আলােচনা করছিলেন। বিমান বন্দরে তাকে বিপুল সম্বর্ধনা জানান আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন। তিনি চারদিনের সফরে বাংলাদেশ এসেছেন। মি. স্টিফেন ওয়েজস্কি বলেন, জাতিসংঘের সদস্যপদ লাভের জন্যে তার দেশ শুরু হতেই বাংলাদেশকে সমর্থন করে আসছেন। জাতিসংঘের বৈকে দু’দুবার তিনি বাংলাদেশের পক্ষে বক্তৃতা করেন বলে মি. ওয়েজস্কি বলেন। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান একে অপরকে স্বীকৃতি দেয়ায় উপমহাদেশে শান্তি স্থাপনের পথ সুপ্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশে সফর করতে পারায় পােলিশ পররাষ্ট্রমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এক প্রশ্নকারীকে মি ওয়েজস্কি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি দু’দেশের পারস্পরিক স্বার্থ ও সমস্যা নিয়ে আলােচনা করবেন। বাংলাদেশের জনগণ ও নেতৃবৃন্দের জন্য পােলিশ পররাষ্ট্রমন্ত্রী পােলিশ জনগণ ও নেতৃবৃন্দের শুভেচ্ছা নিয়ে এসেছেন বলে মি. ওয়েজস্কি জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও পােল্যান্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উত্তরােত্তর আরও মজবুত হবে। ড. কামাল হােসেন পােলিশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পােল্যান্ড বাংলাদেশের এমন একটি বন্ধু দেশ যে বাংলাদেশকে অনেক আগেই স্বীকৃতি দিয়েছে। তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধের সময় ও স্বাধীনতার পরে পােল্যান্ড বাংলাদেশকে যথেষ্ট সাহায্য করেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সাথে পােলিশ পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার আনুষ্ঠানিকভাবে আলােচনায় বসবেন।৫৮

রেফারেন্স: ১৫ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত