পােলান্ড-ভারত ইশতেহার
নয়াদিল্লি: বাংলাদেশকে অবিলম্বে জাতিসংঘে অন্তভুক্তি করে নেয়ার জন্যে পােল্যান্ড ও ভারত আহ্বান জানিয়েছে। পােল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মি. স্টিফেন ওয়েজস্কির ভারত সফর শেষে এক যুক্ত ইশতেহারে বলা হয়েছে, বাংলাদেশকে জাতিসংঘের সদস্য করে নিতে বিলম্ব করার কোন কারণই থাকতে পারে না। উপমহাদেশের সংশ্লিষ্ট দেশগুলাের সম্পর্ক স্বাভাবিকীকরণে পদক্ষেপ নেয়ায় এবং বাংলাদেশ ও পাকিস্তান পরস্পর পরস্পরকে স্বীকৃতি দেয়াতে পােল্যান্ড ও ভারত স্বাগত জানিয়েছে। ইশতেহারে বলা হয়েছে, উপমহাদেশে স্থায়ী শান্তি স্থাপনে সিমলা চুক্তি অনুযায়ী বলিষ্ঠ পদক্ষেপ নেয়ার ব্যাপারে উভয় দেশ মতাে প্রকাশ করে। মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্রের হানাহানি এবং আরাে ভূমি দখল করে রাখায় উভয় দেশ গভীর উদ্বিগ্ন। ঐ এলাকায় ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে উভয় দেশই আহ্বান জানিয়েছে। বিজ্ঞান ও কারিগরি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সহযােগিতার ব্যাপারে উভয় দেশ একটা চুক্তিতে স্বাক্ষর করেছে।৫৯
রেফারেন্স: ১৫ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত