You dont have javascript enabled! Please enable it! 1974.03.13 | কুয়েত-বাংলার ইশতেহার | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

কুয়েত-বাংলার ইশতেহার

কুয়েত: কুয়েত ও বাংলাদেশ রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে এক যুক্ত ইশতেহারে আজ এ কথা ঘােষণা করা হয়েছে। কুয়েতে পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেনের সফরের সময় এই সিদ্ধান্ত নেয়া হয়। উভয় দেশই আরবদের ন্যায্য অধিকারের প্রতি পুনরায় সমর্থন জানিয়ে দখলকৃত আরব এলাকা থেকে ইসরাইলী সৈন্য প্রত্যাহার করে প্যালেস্টাইনী জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রতি জোর সমর্থন জানিয়েছেন। ইশতেহারে উভয় দেশই জোটনিরপেক্ষ নীতির প্রতি গুরুত্ব আরােপ করে দু’দেশের মধ্যে সাংস্কৃতিক বৈজ্ঞানিক ও অর্থনৈতিক প্রতিনিধি বিনিময়ের বিষয়ে এক মতাে হয়েছে। কুয়েতের আমির বাংলাদেশ সফর করার ব্যাপারে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। পরে তার সফরের তারিখ ঠিক করা হবে।
কামাল হােসেনের আবুধাবী উপস্থিতি: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন দু’দিনের এক সফরে আজ আমির শাসিত সংযুক্ত আরব রাষ্ট্রে পৌছছেন। ড. হােসেনের সাথে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য জনাব রেহমান সােবহান ও বাগদাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রশিদ আহমেদ। সংযুক্ত আরব রাষ্ট্রের প্রেসিডেন্ট শেখ জিয়াদ বিন সুলতান আল নিহানের জন্যে বঙ্গবন্ধুর একটি বাণীও ড. হােসেন সাথে করে নিয়ে এসেছেন।৫২

রেফারেন্স: ১৩ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত