অস্ত্রের ভাষায় কথা বলা চলবে না: মনসুর আলী
বরিশাল: যারা শক্তি প্রয়ােগ ও অস্ত্রের ভাষায় কথা বলে যােগাযােগ ও স্বরাষ্ট্র দফতরের মন্ত্রী জনাব মনসুর আলী তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আজ অপরাকে স্থানীয়। টাউন হল ময়দানে এক জনসমাবেশে বক্তৃতাকালে মন্ত্রী ঘােষণা করেন, এখন হতে কাউকেই সরকার অস্ত্রের ভাষায় কথা বলতে দেবেন না— সে যেই হােক না কেন। গণতান্ত্রিক পদ্ধতিতে এমন ধরনের কথা বলতে পারে না। বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব কাজী মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যেদের মধ্যে বক্তৃতা করেন সংসদ সদস্য জনাব মহিউদ্দিন আহমেদ। যােগাযােগ দফতরের প্রতিমন্ত্রী জনাব নুরুল ইসলাম মঞ্জুর ও শিল্প দফতরের প্রতিমন্ত্রী শাহজাদা আবদুল মালেক খান। দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলাই হচ্ছে দেশের উন্নতির পূর্বশর্ত। এ বিষয়ে মন্ত্রী বলেন যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সমূহকে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করার জন্য সরকার প্রয়ােজনীয় নির্দেশ দিয়েছেন যাতে দেশের জনগণের ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়। রাষ্ট্রীয় চারনীতি ব্যাখ্যা করে মন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়িত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সমাজতন্ত্রের পথ উত্তরণের জন্য ক্ষেতে খামারে অধিক উৎপাদনের জন্য মন্ত্রী শ্রমিক ও কৃষকদের প্রতি আবেদন জানিয়েছেন। দেশের মাথা উঁচু করার জন্যে দেশকে অবশ্যই খাদ্যসহ প্রতিটি জিনিসের বেলায় স্বয়ংসম্পূর্ণ হতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন। স্থানীয় সমস্যা সম্পর্কে মন্ত্রী বলেন, ফরিদপুর-বরিশাল রেললাইনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং জেলাকে দেশের অন্যান্য অংশের সাথে রেল যােগাযােগে উন্নতি করা হবে।৪২
রেফারেন্স: ১১ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত