You dont have javascript enabled! Please enable it! 1974.03.10 | দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসেন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসেন

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব আবদুল মান্নান চিকিৎসার উপর গুরুত্ব আরােপ করে চিকিৎসকদেরকে মানবতার অনুভূতি নিয়ে দুস্থ লােকদের চিকিৎসা করার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব মান্নান বলেন, বর্তমান বিশ্বে চিকিৎসকরাই হচ্ছেন মানবতার মহান বন্ধু এবং টাকার বিনিময়ে তাদের মহান দায়িত্বের মূল্য নির্ণয় করা যায় না। চিকিৎসকদের আর্থিক অবস্থা যাই থাক না কেন সমাজে তারা সম্মানি ব্যক্তি। দেশের চিকিৎসার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার চিকিৎসার সুযােগ-সুবিধা সম্প্রসারণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে প্রায় ৩ হাজার শয্যা আছে বলে মন্ত্রী উল্লেখ করেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেশের চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণ করা হবে এবং হাসপাতালের শয্যা সংখ্যা বাড়িয়ে ৫ হাজারে উন্নীত করা হবে।৪০

রেফারেন্স: ১০ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত