You dont have javascript enabled! Please enable it! 1974.03.08 | বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সমস্যার সমাধান খুঁজে পাবার পথে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সমস্যার সমাধান খুঁজে পাবার পথে

ঢাকা: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে সমস্যা বিদ্যমান ছিল সেগুলির সমাধান খুঁজে পাবার পথ রয়েছে। আলজেরিয়ার প্রেসিডেন্ট হুয়ারী বুমেদীন শুক্রবার চার ঘণ্টার সংক্ষিপ্ত ঢাকা সফর শেষে স্বদেশ প্রত্যাবর্তনের প্রাক্কালে ঢাকা বিমান বন্দরে সাংবাদিকদের কাছে এই আশা প্রকাশ করেন। দোভাষীর মাধ্যমে আরবিতে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রেসিডেন্ট বুমেদীন বলেন, বাংলাদেশ ও আলজিরিয়া উভয়ই জোটনিরপেক্ষ গােষ্ঠীর সদস্য এবং একই নীতি অনুসরণ করে। তিনি বলেন, উভয়ই লাহােরে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে যােগদান করছেন। লাহােরে ভাই শেখ মুজিবুরের উপস্থিতি মানে হচ্ছে এই অঞ্চলের পরিস্থিতি ভালাে থেকে সবচেয়ে ভালাের দিকে। এগিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট বুমেদীন বাংলাদেশের জনগণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং বাংলাদেশ ও আলজেরিয়ার জনগণের মধ্যকার সংহতি প্রকাশ করেন।৩২

রেফারেন্স: ৮ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত