You dont have javascript enabled! Please enable it!

বিলাসবর্জিত সুরুচিসম্পন্ন গণভবনে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা: শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রীর নতুন সচিবালয় বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। নতুন সচিবালয়ে প্রথম সরকারি অনুষ্ঠান ছিল মন্ত্রী পরিষদের বৈঠক। সচিবালয়ের সাথে সাথে গণভবনও রমনা এলাকা থেকে শেরে বাংলা নগরে নবনির্মিত ভবনে স্থানান্তরিত হয়েছে। অবশ্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ধানমণ্ডীর বাসভবনেই বসবাস করবেন। অঢেল খরচ ও বিলাসবহুল উপকরণ ছাড়াও যে কোনাে কিছু সুরুচিসম্মতভাবে সজ্জিত করা সম্ভব তার প্রমাণ নতুন সচিবালয় ও গণভবন। নতুন সচিবালয় ও গণভবনের সব ফুলদানী ও ছাইদানী বাংলাদেশের দুটি আসবাবপত্রের মধ্যেও এই বৈশিষ্ট্য লক্ষ্য করা গেছে। জাঁকজমকপূর্ণ আসবাবপত্রের পরিবর্তে সােজা নক্সার সাদাসিধা আসবাবপত্র স্থান পেয়েছে। ভবন দুটির সজ্জা উপকরণের সব বিষয়েই দেশী ও বিলাসবর্জিত সামগ্রিকে প্রাধান্য দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকালে নতুন সচিবালয়ে উপস্থিত হয়ে ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে ফিরে দেখেন এবং গৃহ সজ্জার ব্যাপারে সাধারণ এমনকি অবহেলিত দেশি সামগ্রির ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন।২৮

রেফারেন্স: ৭ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!