সমাজবিরােধীদের চক্রান্ত নস্যাতে গণআন্দোলন গড়ে তুলুন
ঢাকা: দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, মুনাফাখােরী, মজুতদারী প্রতিরােধের আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী গত ৪-৩-৭৪ তারিখের সভায় নিম্নোক্ত প্রস্তাব গ্রহণ করেছে। গৃহীত এক প্রস্তাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও খাদ্যশস্যসহ প্রতিটি নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের দাম কল্পনাতীত ভাবে বৃদ্ধি, শহরগুলােতে বাড়ি ভাড়ার অতিরিক্ত হার এবং যাতায়াতের ব্যয় বৃদ্ধি মানুষের জীবনে প্রচণ্ড সমস্যা সৃষ্টি করেছে। গৃহীত অন্য একটি প্রস্তাবে দেশের অভ্যন্তরে নিত্যপ্রয়ােজনীয় প্রকৃত চাহিদা অপেক্ষা সরবরাহ অতীত হতেই কম রয়েছে। স্বাধীনতার পরে উৎপাদন হ্রাস এবং প্রয়ােজন। অনুপাতে আমদানি সম্ভব না হওয়ায় বিপুল পরিমাণে মুদ্রাস্ফীতি প্রভৃতি কারণেই বাংলাদেশে সকল জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভারত-বার্মা সীমান্ত এমনকি সমুদ্রপথে চোরাচালানী এখনাে চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে এই চোরাচালানীও কাজ করছে। আন্তর্জাতিক বাজারে চালসহ অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসে গেছে। আরও প্রস্তাবে বলা হয় যে, ঔষধ, শিশুখাদ্য, কেরােসিন, সিগারেট প্রভৃতি ভােগ্যপণ্য সরবরাহ সংস্থার নিয়ন্ত্রণাধীন ন্যায্য মূল্যের দোকান সমূহের মাধ্যমে সরবরাহ করতে হবে। অন্য একটি প্রস্তাবে বলা হয় যে, কালােবাজারী, পারমিটধারী, মুনাফাখাের, মজুতদার ও সমাজ বিরােধীদের চক্রান্ত নস্যাৎ করতে হলে দেশে গণআন্দোলন গড়ে তুলতে হবে। এই আন্দোলন গড়ে তােলার প্রশ্নে দেশের শ্রমিক, কৃষক, কর্মচারী, ছাত্র, মধ্যবিত্তসহ বুদ্ধিজীবীদেরকে এগিয়ে আসতে হবে। আর একটি প্রস্তাবে গভীর উদ্বেগের সাথে উল্লেখ করা হয় যে, জনজীবনের সর্বাঙ্গীণ সংকট বর্তমানে তীব্র আকার ধারণ করেছে। তাছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির কোন উন্নতি ঘটেনি। খাদ্যশস্যসহ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্য আবার লাফিয়ে বেড়ে গেছে। শহরগুলােতে বাড়িভাড়া অতিরিক্ত বেড়ে গেছে। এমনতর অবস্থায় দেশের সার্বিক জনজীবন মারাত্মক অবস্থার মুখােমুখি হয়ে পড়েছে। অন্য একটি প্রস্তাবে সম্পাদক মণ্ডলী দুঃখের সাথে বলেন, আমদানি, আমদানিকৃত ও দেশের মধ্যে উৎপাদিত পণ্যদ্রব্য সরবরাহ ও বণ্টন ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, ভূয়া ব্যবসায়ীদের লাইসেন্স, পারমিট, এজেন্সী, ডিলারী প্রভৃতি দেওয়ার ফলে খুচরা ব্যবসায়ীর কাছে জিনিস পৌছার আগেই কয়েক হাত বদল হচ্ছে। এবং এর ফলে মারাত্মকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে।২৪
রেফারেন্স: ৬ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত