You dont have javascript enabled! Please enable it!

জাতীয় অর্থনৈতিক পরিষদে ৭টি প্রকল্প অনুমােদন

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রামের ট্রিপল সুপার ফসফেট প্রকল্প, টাঙ্গাইলে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল, নারায়ণগঞ্জে সারেং ডক শ্রমিকদের জন্য পুনর্বাসন প্রকল্প, ঘােড়াশার একটি সালফিউরিক অ্যাসিড ও একটি পলিথিন ব্যাগ তৈরি প্রকল্প এবং কাপ্তাইয়ে লাম্বার প্রােসেসিং প্রকল্প সহ ৭টি প্রকল্প অনুমােদন করা হয়েছে। কর্তৃপক্ষীয় সূত্রে বাসসকে জানানাে হয়েছে যে, চট্টগ্রামের ত্রিপল সুপার ফসফেট প্রকল্পের জন্য জাতীয় অর্থনৈতিক কাউন্সিল অতিরিক্ত ২৫ কোটি ৯০ লাখ টাকার খরচের কথা উল্লেখ করেছেন। বর্তমানে এই চালু প্রকল্পটিতে বছরে প্রায় ১ লাখ ৫২ হাজার টন সালফিউরিক ফসফেট উৎপন্ন হচ্ছে। এতে প্রথম বছরে ৮৭ লাখ ৫৩ হাজার, দ্বিতীয় বছরে ২ কোটি ৫৮ লাখ ও তৃতীয় বছরে ২ কোটি ৮৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রা বেঁচে যাবে। তাছাড়া অর্থনৈতিক কাউন্সিল টাঙ্গাইলের ২৩ শয্যাবিশিষ্ট হাসপাতালটিকে ১০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতালে উন্নীত করার বিষয়টিও অনুমােদন করেছেন। এতে প্রায় ১ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকার প্রয়ােজন হবে। তাছাড়াও বাংলাদেশের চিকিৎসা মহাবিদ্যালয়ের ছাত্রদের বিষয়টিও অনুমােদিত হয়েছে। নারায়ণগঞ্জের প্রকল্পটি চালু হলে বছরে প্রায় দুশ সারেং ও ডক শ্রমিককে প্রশিক্ষণ দেয়া যাবে। এতে প্রায় এক কোটি ১৮ লাখ টাকার দরকার হবে এবং জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি মােতাবেক প্রকল্পটিকে আংশিকভাবে অর্থ যােগান দেয়া হবে। থানা কেন্দ্রে পল্লীউন্নয়ন কর্মসূচির প্রকল্পের জন্যে টাকার দরকার হবে ১ কোটি সাড়ে ১০ লাখ এবং চলতি বছরেই প্রকল্প বাস্তবায়িত হবে। ৩৯ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে ঘােড়াশালের সালফিউরিক এসিড প্রকল্পটি এ বছরে বাস্তবায়িত হলে ঘােড়াশালের সার কারখানা ও অন্যান্য শিল্পের চাহিদা মেটাতে সক্ষম হবে। ঘােড়াশালের পলিথিন ব্যাগ প্রস্তুত কারখানা নির্মাণ হলে বছরে প্রায় দু’কোটি ব্যাগ তৈরি হবে। বঙ্গবন্ধুর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ, যােগাযােগমন্ত্রী জনাব মনসুর আলী, পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হােসেন, পল্লী উন্নয়ন মন্ত্রী জনাব মতিউর রহমান, বন্যানিয়ন্ত্রণ মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবাত, বিমান ও নৌ-মন্ত্রী জেনারেল ওসমানী এবং পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান ড. নূরুল ইসলাম।১৮

রেফারেন্স: ৫ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!