You dont have javascript enabled! Please enable it! 1974.03.05 | ব্যাংক কর্মচারীরা দেশপ্রেমিকের ভূমিকা পালন করছেন: তাজউদ্দীন আহমদ | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

ব্যাংক কর্মচারীরা দেশপ্রেমিকের ভূমিকা পালন করছেন: তাজউদ্দীন আহমদ

ঢাকা: অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদ বলেছেন, জাতীয় ঐক্য ছাড়া নবপ্রতিষ্ঠিত রাষ্ট্র তার মূল লক্ষ্যে পৌঁছতে পারে না। ঔপনিবেশিক শাসনামলের প্রশাসন যন্ত্র থেকে স্পষ্ট পুরাতন সমস্যাগুলাে নতুন নতুন সংকটের সৃষ্টি করেছে। তাই পারস্পরিক সহযােগিতার মাধ্যমে সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। অর্থমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দ্রীয় কর্মচারী সংসদের উদ্যোগে আয়ােজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরােক্ত কথা বলেন। সম্প্রতি ব্যাংক ধর্মঘট প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, দেশের নাজুক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট স্থগিত হওয়ায় ব্যাংক কর্মচারীরা প্রকৃত দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন। কৃষি ব্যাংক কর্মচারীদের নিষ্ঠা ও সহনশীলতার সাথে কাজ করে যাওয়ার জন্য মন্ত্রী আহ্বান জানান। বাংলাদেশে কৃষি ব্যাংকের মুখ্য পরিচালক জনাব হেমায়েত উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কর্মচারী সংসদের বিদায়ী সভাপতি জনাব আলী আকবর মজুমদার ও নব নির্বাচিত সভাপতি জনাব আবদুল মান্নান। প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী দেশের সমস্যা সমাধানে বাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার জন্য বিরােধী দলগুলাের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের নিয়ম আজ যারা বিরােধী দল আগামী দিনে তারাই ক্ষমতায় আসতে পারেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করেন।১৯

রেফারেন্স: ৫ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত