You dont have javascript enabled! Please enable it! 1974.03.04 | আগামী মাসে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আগামী মাসে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

নয়াদিল্লি: যুদ্ধাপরাধী হিসেবে তালিকাভুক্ত ১৬৫ জন পাক যুদ্ধ বন্দির ভাগ্য নির্ধারণের প্রশ্নে আলাপ আলােচনার জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা নয়া দিল্লিতে আগামী মাসের প্রথম সপ্তাহে ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে আজ রেডিও পাকিস্তানের এক খবরে বলা হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে যে, ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকে এ ব্যাপারে আলাপ-আলােচনা শুরু করার প্রশ্নে একটি গ্রহণযােগ্য দলিল তৈরি হবে। এ ছাড়া আসন্ন এ বৈঠকে উপমহাদেশের বিরাজমান সমস্যাবলী নিরসনের উপায় উদ্ভাবন করা হবে বলে আশা করা যাচ্ছে। ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকের সঠিক তারিখ তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সুবিধা অনুসারে নির্ধারণ করা হবে বলে বেতারে উল্লেখ করা হয়।১৫

রেফারেন্স: ৪ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত