আতাউর রহমানের গণতান্ত্রিক সম্মেলনে ১৭ সদস্যের প্রস্তুতি কমিটি গঠিত
ঢাকা: অদূর ভবিষ্যতে একটি গণতান্ত্রিক সম্মেলন অনুষ্ঠিত করার উদ্দেশ্যে বাংলাদেশের জাতীয় লীগ প্রধান ও জাতীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান খানের সভাপতিত্বে ১৫ সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে। আতাউর রহমান খানের সভাপতিত্বে ইসলামিক একাডেমী মিলনায়তনে ২ দিন ব্যাপী অধিবেশনে দীর্ঘস্থায়ী আলােচনার পর কমিটি গঠিত হয়। সভায় বক্তা ছিলেন আতাউর রহমান খান। জনাব হাশেমুদ্দীন, মিসেস আমেনা বেগম, জনাব আফাজউদ্দীন ফকির, ভাসানী-ন্যাপ প্রধান মওলানা ভাসানী সভার সাফল্য কামনা করে বাণী পাঠিয়েছেন। জনাব খান তার ভাষণে বলেন ক্ষমতাসীন দলের ব্যর্থতার দরুন সুষ্ঠু অর্থনৈতিক দুরবস্থা, সামাজিক নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অনিশ্চয়তা দূরীকরণের জন্যে গণতান্ত্রিক শক্তিগুলােকে একত্রিত করতে তিনি সম্মেলন ডেকেছেন। বেআইনি ঘােষিত কনভেনশন মুসলিম লীগের সাধারণ সম্পাদক জনাব হাশেমুদ্দীন তার ভাষণে বর্তমান সরকারের তীব্র সমালােচনা করে অগণতান্ত্রিক শাসককে উৎখাত করার জন্য গণতান্ত্রিক শক্তির একতার প্রয়ােজনীয়তার কথা স্মরণ করিয়ে দেন। ১৫ সদস্যের কমিটির মধ্যে রয়েছেন আতাউর রহমান খান, দেলদার আহমেদ, হাশেমুদ্দীন আহমেদ, মিসেস আমেনা বেগম, ইকবাল আনসারী খান, আল-মােজাহিদী, ইলিয়াস সৈয়দ হােসেন মনসুর, আবদুর, জিল্লুর রহিম, রমজান আলী শেখ, আমিনুল ইসলাম চৌধুরী, খালেকুজ্জামান। এছাড়া বিভিন্ন দলের সাথে যােগাযােগের জন্যে একটি কমিটি হয়েছে।১০
রেফারেন্স: ৩ মার্চ, ১৯৭৪, বাংলার বাণী
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত