You dont have javascript enabled! Please enable it! 1974.03.31 | জাতীয় সমস্যা সমাধানে যথাযােগ্য ভূমিকা পালন করুন: রাষ্ট্রপতি | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জাতীয় সমস্যা সমাধানে যথাযােগ্য ভূমিকা পালন করুন: রাষ্ট্রপতি

ঢাকা: রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা দেশের তরুণ সমাজকে বিভিন্ন সামাজিক ও জাতীয় সমস্যার সামাধানে সম্পূর্ণ ত্যাগের মনােভাব নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি জনাব মােহাম্মদ উল্লা রবিবার ঢাকায় পৌরসভার সমাজ পরিচর্যায় তরুণ কার্যক্রমের উদ্বোধন করছিলেন। বঙ্গভবনের সামনে শিশু উদ্যানে আয়ােজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমবায় ও স্বায়ত্তশাসন বিভাগীয় মন্ত্রী জনাব মতিউর রহমান। উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তরুণসমাজের ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সংগ্রামে এবং পরবর্তীকালে জাতীয় মুক্তি সংগ্রামে এ দেশের তরুণসমাজ আত্মত্যাগ ও দেশাত্মবােধের যে উজ্জ্বল নজির স্থাপন করেছে দেশের মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমাদের তরুণসমাজের ত্যাগ ও দেশত্মবােধের দৃষ্টান্ত যুগ যুগ ধরে বিশ্ববাসী স্মরণ করবে। রাষ্ট্রপতি তরুণদের সেই সংগ্রামী সৃজনীশক্তিকে জাগিয়ে তােলার উপর গুরুত্ব আরােপ করেন। তিনি প্রসঙ্গত বলেন চরিত্রবান ও সুশৃঙ্খল যুবসমাজ যে কোন দেশের পক্ষে একটি বিরাট সম্পদ। বাংলাদেশর মতাে অনুন্নত দেশে সমাজের অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্য বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। জনাব মােহাম্মদ উল্লা সরকারের সবুজ বিপ্লব কার্যক্রমসহ অন্যান্য জাতীয় পুনর্গঠনমূলক কাজে আত্মনিয়ােগের জন্য তরুণদের প্রতি আহ্বান জানান। ঢাকার নাগরিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে যে দুটি তরুণ সংগঠন কাজে নেমেছে রাষ্ট্রপতি তাদের মােবারকবাদ জানান। তিনি ঢাকার পারিপার্শ্বিক পরিবেশকে সুন্দর পরিচ্ছন্ন ও রােগমুক্ত রাখার উপর গুরুত্ব আরােপ করে। বলেন সুচিন্তা ও সৌন্দর্যবোেধ কেবল মার্জিত রুচিরই পরিচায়ক নয়, সুস্থ ও রােগমুক্ত জীবনেরও প্রধানতম প্রয়ােজন। প্রসঙ্গত তিনি বলেন যে কেবল নিজেদের বাসস্থান পরিচ্ছন্ন রাখলে চলবে না, পারিপার্শ্বিকতাকেও নির্মল সুন্দর রাখতে হবে। রাষ্ট্রপতি ঢাকা পৌরসভার পরিচ্ছন্ন অভিযানকে অত্যন্ত সময়ােচিত পদক্ষেপ বলে বর্ণনা করেন এবং এর সাফল্য কামনা করেন। জনাব মােহাম্মদ উল্লা আশা প্রকাশ করেন যে, ঢাকা পৌরসভার এই কার্যক্রম দেশের আরাে যুব সংগঠনকে নানা গঠনমূলক কাজে অংশগ্রহণের অনুপ্রেরণা জোগাবে। রাষ্ট্রপতি দেশের তরুণ ও ছাত্রসমাজকে দেশ গড়ার কাজে অনুপ্রাণিত করার ব্যাপারে শিক্ষকবৃন্দের ভূমিকার কথা বলেন। তিনি বলেন, ছাত্রদের শ্রমের মর্যাদা সম্পর্কে কেতাবী শিক্ষা দেয়াই যথেষ্ট নয়, তাদের হাতে-কলমে শিক্ষাদানের জন্য শিক্ষকদের বাস্তব কর্মসূচি গ্রহণ করতে হবে। এর আগে ঢাকা পৌরসভার প্রশাসক জনাব আশেকুর রহমান পরিচ্ছন্ন ঢাকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আগত রাষ্ট্রপতি এবং অন্যান্য সুধীমণ্ডলীকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন।১২০

রেফারেন্স: ৩১ মার্চ, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত