You dont have javascript enabled! Please enable it!

দুর্নীতির অভিযােগে ছাত্রলীগ উনিশ ব্যক্তির বিচার দাবী করেছে

ঢাকা: বাংলাদেশ ছাত্রলীগ রবিবার সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে কয়েক জন আওয়ামী লীগ, যুবলীগ নেতাসহ ৩ জন ব্যবসায়ী, ৬ জন আমলা, ২ জন দৈনিক পত্রিকার সম্পাদক, ২ জন ভাসানী ন্যাপ নেতা, ৭ জন জাসদ নেতা, ১ জন বাংলা জাতীয় লীগ এবং ১ জন জাসদ পন্থী শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযােগ আনেন। বিবৃতিতে ছাত্রলীগ নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা ও সমাজতন্ত্রকে সুসংহত করার জন্য শােষকশ্রেণি চিহ্নিত করার প্রয়ােজন রয়েছে। তারা বলেন, ছাত্রলীগ জনগণকে প্রদত্ত ওয়াদা অনুসারেই দুর্নীতিবাজ শােষকশ্রেণির নাম ও দুর্নীতির তালিকা প্রকাশ করছে। ছাত্রলীগ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযােগ এনেছে আগামীকাল তা পূর্ণভাবে প্রকাশ করা হবে।১২২

রেফারেন্স: ৩১ মার্চ, ১৯৭৪, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!