You dont have javascript enabled! Please enable it! 1974.02.25 | সমস্যা সমাধানের পথ নির্দেশে ভূগােলবিদদের অবদান চাই: রাষ্ট্রপতি | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

সমস্যা সমাধানের পথ নির্দেশে ভূগােলবিদদের অবদান চাই: রাষ্ট্রপতি

ঢাকা: আমাদের এই নবীন জাতির জ্ঞান অর্জনের সাধনায় প্রতিটি নাগরিকের শিক্ষা সূচিতে ভূগােল পাঠের অন্যতম মৌলিক স্থান থাকতে হবে। কারণ আজকের নিবিড়তর বিশ্ব পরিবারের সদস্য হিসেবে ফলপ্রসূ জীবনযাত্রার জন্য তা অপরিহার্য। সােমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম জাতীয় ভূগােল সম্মেলন উদ্বোধনকালে রাষ্ট্রপতি মােহাম্মদ উল্লা উপরােক্ত অভিমত প্রকাশ করেন। বাংলাদেশ ভূগােল সমিতির জনাব এম. আই. চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে অন্যান্যের মধ্যে ভাষণ দান করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ আলী আহসান, আন্তর্জাতিক ভূগােল ইউনিয়নের প্রাক্তন সভাপতি মি. এম. পি. চ্যাটার্জী। সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষায়তনের প্রতিনিধি ও ভূগােলবেত্তা ছাড়াও ১১ টি বন্ধু ভাবাপন্ন দেশ থেকে ২০ জন প্রতিনিধি যােগদান করেন। রাষ্ট্রপতি জাতির সম্মুখে উপস্থিত সমস্যাবলী সমাধানের ক্ষেত্রে নিজস্ব অবদান রাখার জন্য ভূগােলবিদদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, সুযােগ্য ও দেশপ্রেমিক নাগরিক হওয়ার জন্য ভৌগােলিক জ্ঞান অত্যাবশ্যক। কারণ দেশকে ভালােবাসতে হলে দেশের মাটি ও মানুষ, পাহাড়, উপত্যাক, নদনদী, হাওর-বাওড়, বন-জঙ্গল, বন্দর সম্পর্কে সম্মুখ জ্ঞান মমতাবােধ থাকা প্রয়ােজন। তিনি বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য প্রথমে প্রয়ােজন দেশ পরে সম্পদরাজি সম্পর্কে সার্বিক ভৌগােলিক জ্ঞান। দেশের ভূগােল শিক্ষাদান প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশ মুক্তির পূর্বে এই গুরুত্বপূর্ণ শাস্ত্রটি শিক্ষাদানের প্রয়ােজনীয় প্রসার হয়নি। তিনি মান্দাতার আমলে শিক্ষা ব্যবস্থারও সমালােচনা করেন। এদিকে দেশের শিক্ষাবিদদের দৃষ্টি আকর্ষণ করে তিনি তাদেরকে একটি উন্নয়নশীল দেশের প্রয়ােজন মিটানাের উপযােগী গবেষণা, শিক্ষাদান ও পুস্তক রচনায় যত্নবান হওয়ার জন্য অনুরােধ জানান। দৃষ্টান্তস্বরূপ তিনি বাংলাদেশ ও পৃথিবী সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল উৎকৃষ্ট বাংলা ভূচিত্রাবলী প্রণয়নের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেন। জনাব মােহাম্মদ উল্লা দেশের ভৌগােলিক অবস্থা, জলবায়ু ও প্রাকৃতিক দুর্বিপাকের বিষয় বিস্তারিত আলােচনা করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরােধ পানি শক্তির সদ্ব্যবহার, নদী মােহনায় নতুন জমি উদ্ধার প্রভৃতি সম্পর্কে গবেষণা ও জাতির স্বার্থে সে সব কাজে লাগানাের আহ্বান জানান। সর্বোপরি দেশের খাদ্য ও জনসংখ্যার সমস্যা সমাধানে আমাদের বিশেষজ্ঞ ও গবেষকদের দিক নির্দেশ করার আহ্বান জানান।৮৭

রেফারেন্স: ২৫ ফেব্রুয়ারি ১৯৭৪, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৪, অধ্যাপক আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেণু সম্পাদিত